Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী ৩ দিন ৫ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

Updated :  Wednesday, April 7, 2021 12:52 PM

গত রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল গরমের তাপদাহ থেকে। কিন্তু রাত গড়িয়ে সকাল হতেই উধাও স্বস্তি। সোমবার বেলা বাড়তেই রোদের তেজ ফের অস্বস্তিকর গরমে নাজেহাল করেছে শহরবাসীকে। আবারও পুরনো ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে বঙ্গবাসী। তবে এর মাঝেই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে খুব শীঘ্রই বাংলায় ঝড়-বজ্রপাতসহ বৃষ্টিপাত হবে। এখন এই মুহূর্তে এত গরমের মাঝে প্রত্যেকেই চাইছে যাতে একটু বৃষ্টি হয়ে এই বঙ্গ ঠান্ডা হয়।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিন অর্থাৎ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ১০ এপ্রিল। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই গলদঘর্ম পরিস্থিতিতে বৃষ্টিপাত খুবই জরুরী। বুধবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও পরিবেশ খুবই অস্বস্তিকর। আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটুখানি কম। তবে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সেই জন্য ভ্যাপসা গরম অনুভূত হয়েছে কলকাতাবাসীর। এরপর অবশ্য সপ্তাহের শেষে কালবৈশাখী এসে অনেকটাই স্বস্তি দেবে। আবহাওয়া দপ্তর অনুযায়ী ৯ এপ্রিল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কিছুটা স্বস্তি দেবে এবং ১০ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে পারে।