Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউনে ক্রেতা নেই আনারসের, বিশাল ক্ষতির মুখে চাষীরা

Updated :  Friday, May 8, 2020 3:24 PM

শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের উত্তর অংশে ধান চাষ হয় না তেমন। মূলত পর্যটন ও ফল চাষের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন উত্তরের সমতল এলাকার মানুষ। এই এলাকার পার্বত্য ঢালু অংশে চা চাষের রমরমা। যে টুকু সামান্য সমতল এলাকা রয়েছে সেখানে ফল চাষ করে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবারের মতো এবারও ফল চাষ করেছেন এলাকার মানুষ। ফলন বাড়াতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সার – ওষুধ প্রয়োগ করেছেন অনেকেই। গাছে ফলও এসেছে ভালোই। তবু দুশ্চিন্তা কাটেনি উত্তরের ফল চাষীদের।

আনারস চাষে ফলন ভালো হলেও বিক্রি নেই বলে দুশ্চিন্তায় উত্তরবঙ্গের ফল চাষীরা। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত লকডাউনের কারণে বিক্রি কমেছে তাদের। শিলিগুড়ি এলাকার আনারস চাষীরা জানিয়েছেন, লকডাউনের কারণে ক্রেতা না থাকায় তাদের ব্যবসা লাটে উঠেছে। মূলত পরিবহন জনিত সংকটের কারণেই মার খাচ্ছে তারা, এমনটাই জানিয়েছেন ফল চাষীরা।

মহম্মদ আলম নামের শিলিগুড়ির এক ফল চাষী জানান, ‘আমাদের এখানে ফলের কোন ক্রেতা নেই। লকডাউনের কারণে কোন যানবাহন চলছে না। তাই এগুলো বাইরেও পাঠানো যাচ্ছে না। ফল বাগানে কাজের জন্য কোন শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এর বাগানেই পচে গিয়ে নষ্ট হচ্ছে ফল।’ এর পাশাপাশি তিনি আরও জানান, গাছের ফলন বাড়াতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সার – ওষুধ প্রয়োগ করেছেন চাষীরা। এখন ফল বিক্রি না হলে চরম দুর্দশার মধ্যে পড়তে হবে তাদের।