Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gori Nagori: গোলাপি রঙের পোশাকে স্টেজে দুর্দান্ত নাচ গোরি নাগরীর, দর্শকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো

আজকের দিনে হরিয়ানভি দুনিয়ায় নৃত্যশিল্পীদের আলাদা করে কোন পরিচয় এর দরকার পড়ে না। এখনকার দিনে হরিয়ানভি নৃত্য শিল্পীরা সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তাদের নাচ এবং তাদের দুর্দান্ত পোশাকের জৌলুসে…

Avatar

আজকের দিনে হরিয়ানভি দুনিয়ায় নৃত্যশিল্পীদের আলাদা করে কোন পরিচয় এর দরকার পড়ে না। এখনকার দিনে হরিয়ানভি নৃত্য শিল্পীরা সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তাদের নাচ এবং তাদের দুর্দান্ত পোশাকের জৌলুসে সারা ভারতে হরিয়ানভি শিল্পের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। এখনকার দিনে পার্টি বা যে কোন অনুষ্ঠানে হরিয়ানভী গান বাজবেই। সেই কারণে সোশ্যাল মিডিয়াতেও এখন এই শিল্পের প্রধান কারিগরদের একটা জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে স্বপ্না চৌধুরীকে দিয়ে হরিয়ানভি শিল্পের যাত্রা শুরু হলেও, এখন বিষয়টা কিন্তু আর শুধুমাত্র স্বপ্না চৌধুরীতে থেমে নেই। আরো অনেক শিল্পী রয়েছেন যারা এই দুনিয়ায় নিজের দারুন নাচের জাদু দেখিয়েছেন।

ভাইরাল হচ্ছে গোরি নাগরীর গান

এখনকার দিনে হরিয়ানভি নৃত্যশিল্পী গোরি নাগোরির কোনো বিশেষ পরিচয়ের প্রয়োজন নেই। সুন্দরী নাগরীর লটক ঝটক দেখে মানুষের ভিড় যেনো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজকাল গোরির একটি নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এই ভিডিওতে গোরি নাগোরিকে লাফিয়ে নাচতে দেখা যাচ্ছে। গোরি নাগোরির নাচ দেখে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গোরির ভক্তরা ক্রমাগত শিস বাজিয়ে তার মনোবল বাড়াচ্ছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সব রেকর্ড ভেঙে দিলেন গোরি নাগোরি

গোরি নাগোরির এই নাচ ভেঙে দিয়েছে স্বপ্না চৌধুরীর সব রেকর্ড। হরিয়ানার শাকিরার এই নাচ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন। এই নাচের ভিডিও ইউটিউবে বেশ শোরগোল ফেলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি কিন্তু বিগ বসের মতো অনুষ্ঠানেও একবার অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি ছিলেন বিজেতার দৌড়ে অন্যতম এক প্রতিদ্বন্দ্বী। তিনি জিততে পারেননি ঠিকই, কিন্তু বিগ বসে যাওয়ার পর গোরি নাগরির জনপ্রিয়তা বেড়েছে।

About Author