প্রীতম দাস : দমদম ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের সামনের ট্যাক্সি চালকদের সাথে জড়িয়ে পড়ল এক পরিবার। শুধু তাই নয় , একজন ট্যাক্সি চালক যিনি ভিডিও করছিলেন তার সাথে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলতে শুরু করেন ও তারপর তার পরিবারের লোকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
ঘটনাটি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হতে শুরু করে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাতে শুরু করে। কিন্তু নেপথ্যে ঘটনা কি এমন হোয়ছিলো যে এতটা বাজে পরিস্থিতির সৃষ্টি হলো। ভিডিও তে দেখা যাচ্ছে, দম্পত্তি দমদম থেকে শিয়ালদহ যেতে চাইছেন কিন্তু তারা চান যে ট্যাক্সির মিটার হিসেবে তারা ভাড়া দিতে চান কিন্তু ট্যাক্সি চালক জানায় যে শিয়ালদহ যেতে ৪৫০ টাকা ভাড়া লাগবে!
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এই নিয়ে গণ্ডগোল এর সূত্রপাত। ট্যাক্সি এর গায়ে লেখা আছে নো রিফিউসাল কিন্তু তা সত্বেও এমন কথা কি করে হলুদ ট্যাক্সি চালকেরা বলে তা নিয়ে জল্পনা ঝড় উঠেছে। রইলো ভিডিও :