কয়েক সপ্তাহ আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে পঙ্গপাল এসে আক্রমণ করেছিল রাজস্থানে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে অগ্রসর হয়েছিল উত্তর দিকে। পঙ্গপালের আক্রমণে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছিল রাজস্থান এবং মধ্যপ্রদেশে। আবার আগামী জুলাই মাসে এই পঙ্গপালের আক্রমণ হতে পারে ভারতে, এমনই সতর্কতা জারি করলো রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) জারি করেছে এই সতর্কতা।
আসন্ন বর্ষায় প্রজননের জন্য পঙ্গপালের দল এই মুহূর্তে দিক পরিবর্তন করেছে। এই মুহূর্তে পঙ্গপালের দল পূর্ব-পশ্চিম প্রান্তে চলে গিয়েছে। কিন্তু প্রজননের পর আবার ভারতের দিকে আসতে পারে পঙ্গপালের দল। এএফও জানাচ্ছে এবার পঙ্গপালের দল আসতে পারে ইরানের দক্ষিণ ভাগ এবং আফ্রিকার উপদ্বীপীয় এলাকা থেকে। এএফও আরও জানাচ্ছে, পূর্ব আফ্রিকায় নতুন করে পঙ্গপালের জন্ম হচ্ছে। এই পঙ্গপালের দল পূর্ব আফ্রিকা থেকে উত্তর-পশ্চিম আফ্রিকার দিকে যাবে। এরপর জুন মাসের মাঝামাঝি সময়ে উত্তর ভারত মহাসাগর বরাবর পাকিস্তান সীমান্তে এসে পৌঁছাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপঙ্গপালের হানায় ইতিমধ্যেই ভালো রকম ক্ষতি হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক জেলায় কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল পঙ্গপালের আক্রমণে। জুলাই মাসে আবার এইসব এলাকাতেই আক্রমণ করতে পারে পঙ্গপাল, এমনটাই আশঙ্কা করছে এএফও। তবে রাজ্য গুলি পঙ্গপালের আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে।