Categories: দেশনিউজ

লক্ষ্য ২০২১, রাজ্যের সাংসদদের সাথে দিল্লিতে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Advertisement

Advertisement

‘২০২১ এ বাংলায় ক্ষমতা দখল’ বিজেপির অন্যতম বড় লক্ষ্য। অনেকবারই বিভিন্ন সভায়, সাংবাদিক সম্মেলনে এই ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এবার সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি সংসদদের নিয়ে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের দিকে তাদের যে বিশেষ নজর আছে এদিন বৈঠক শেষে তা জানাতে ভোলেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement

মঙ্গলবার সংসদের অধিবেশন শেষে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বিশেষ এই বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কৈলাস বিজয়বর্গীয় এর বাসভবনে হয় এই বৈঠক। সাংসদরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়। রাজ্য বিজেপিকে আরও শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে।

Advertisement

জেলায় জেলায় সাংগঠনিক শক্তি বাড়ানোয় জোর দেওয়ার কথা বলা হয়েছে ওই বৈঠকে। সম্প্রতি হয়ে যাওয়া তিন বিধানসভার উপনির্বাচনের ফলাফল কি হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। রাজ্যে এনআরসি হওয়া না হওয়া নিয়েও আলোচনা হয়েছে। ২০২১ এ ক্ষমতা দখলের জন্য বিজেপি যে মরিয়া তা আজকের বৈঠক থেকেই স্পষ্ট।

Advertisement