আশঙ্কাজনক হচ্ছে পরিস্থিতি, দেশ জুড়ে জারি হতে পারে কার্ফু

Advertisement

Advertisement

ক্রমশ সংকটজনক অবস্থার দিকে এগোচ্ছে দেশ। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যে ৫৫০ ছাড়িয়ে গিয়েছে তা। এই সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হলো সামাজিক বিচ্ছিন্নতা। একে অপরের থেকে দূরত্ব বজায় রাখলেই আটকানো যাবে কোভিড ১৯। এই পরিস্থিতিতে দেশ জুড়ে ৮০ টি জেলায় লক ডাউন জারি করেছে প্রশাসন। তবে পরিস্থিতি যেদিকে তাতে কঠিন মোড় নিতে দেশের অবস্থা। মানুষের সচেতনতার অভাবে লক ডাউনের মধ্যে ভিড় সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে। এমন অবস্থায় কার্ফু জারি করেই একমাত্র মানুষকে ঘরের মধ্যে আটকে রাখা যেতে পারে।

Advertisement

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই তার বিরক্তি প্রকাশ করেছেন। রাজ্যের বিভিন্ন শহরে লক ডাউন চলাকালীন কেউ আইন ভাঙলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন রাজ্যগুলিকে। সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় আর কী কী ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র, সে দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Advertisement

আজ, মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট কী বিষয়ে বক্তব্য রাখবেন সেটা জানা না গেলেও, করোনা ভাইরাসের সংক্রমণ আটকানোর বিষয়েই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আন্দাজ করা হচ্ছে। জানা গেছে, রাজ্যগুলিকে তৈরি থাকার নির্দেশ দিতে পারেন তিনি। প্রয়োজন মতো কার্ফু জারি করার নির্দেশ দেওয়া হতে পারে। প্রসঙ্গত, আজ সকালে ফাঁকা করে দেওয়া হয়েছে শাহীনবাগ। কিছুটা জোর করেই তুলে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের।

Advertisement