Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুরসভা ছিনিয়ে নিয়ে বিজেপিকে বড় ধাক্কা দিল শাসকদল!

Updated :  Wednesday, October 16, 2019 3:01 PM

লোকসভা ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতা বিধায়করা গেরুয়া শিবিরে নাম লেখালে একের পর এক পৌরসভা হাতছাড়া হয় শাসকদলের। তবে এবার বিজেপি শিবিরে পাল্টা আঘাত হানলো তৃণমূল। বনগাঁ, হালিশহর পৌরসভার পর এবার নৈহাটি পৌরসভাও বিজেপির থেকে ছিনিয়ে নিল তারা। বিজেপি কাউন্সিলরদের অনুপস্থিতিতে ২৪-০ জয় ছিনিয়ে নিল শাসক দল। যা নিয়ে বিজেপি শিবিরের অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদের কাউন্সিলরদের আস্থা ভোটে উপস্থিত হতে দেয়নি তৃণমূল।

৩১ সদস্যের এই পৌরসভায় বিজেপির কাউন্সিলর ৭ জন। লোকসভা ভোটের পর তৃণমূল থেকে ১৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ সংখ্যাগরিষ্ঠতা পায় গেরুয়া শিবির। এরপরই তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন বিজেপির ১৮ জন কাউন্সিলর। এমতাবস্থায় রাজ্য সরকার তড়িঘড়ি প্রশাসক নিয়োগ করে পৌরসভায়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। হাইকোর্ট জেলাশাসকের উপস্থিতিতে আস্থা ভোটের নির্দেশ দিলে, তাতে ২৪-০ ব্যবধানে জয়ী হন তৃণমূলের অশোক চট্টোপাধ্যায়। যা বিজেপির কাছে একটা বিশাল ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।