Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের ব্যাংকিং ব্যবস্থায় আসছে বিপ্লব, বিশেষ সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা

গত বছর ঘোষণার পর ১লা এপ্রিল থেকেই দশটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সংযুক্ত হয়ে চারটি ব্যাংকের নতুন ভাবে পথ চলা শুরু হয়েছিল। সেই সংযুক্তিকরণের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এর সাথে মিশে…

Avatar

গত বছর ঘোষণার পর ১লা এপ্রিল থেকেই দশটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সংযুক্ত হয়ে চারটি ব্যাংকের নতুন ভাবে পথ চলা শুরু হয়েছিল। সেই সংযুক্তিকরণের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এর সাথে মিশে গেছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া (ইউবিআই) এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স (ওবিসি)। এই তিন ব্যাংকের সংযুক্তিকরণের পর কিভাবে গ্রাহকরা পরিষেবা পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে পিএনবি।

পিএনবির তরফে জানানো হয়েছে, তিন ব্যাংকের গ্রাহকদেরই কোনো ধরণের চিন্তা করার কিছুই নেই। তিন ব্যাংকেরই মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা আগের মতোই মিলবে। ডেবিট কার্ড এক্সপায়ারি ডেট পর্যন্তই ব্যবহার করা যাবে, তারপর তা রিনিউ করা হবে আগের নিয়ম মেনেই। যে সমস্ত গ্রাহকদের সম্পূর্ণ KYC করা আছে তাদের নতুন করে KYC করতে হবে না। সংযুক্তিকরণের ফলে ইউবিআই এবং ওবিসি এর গ্রাহকদের তাদের পুরানো অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এমআইসিআর, ডেবিট কার্ড সবই একই থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সংযুক্তিকরণের পর এটিই দেশের সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হবে। তিন ব্যাংক মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ হবে ১৮ লক্ষ কোটি টাকা। তিনটি ব্যাংক মিলে দেশ জুড়ে সম্মিলিত শাখার সংখ্যা হবে ১১ হাজারের বেশি। পিএনবির তরফে জানানো হয়েছে ইউবিআই এবং ওবিসি এর গ্রাহকদের চিন্তা করার কিছু নেই, সব পরিষেবাই আগের মতোই পাবেন তারা।

About Author