মাইলেজের হিসাবে Creta কে টেক্কা দেবে নতুন WagonR, জানুন নতুন গাড়ির স্পেসিফিকেশন

নতুন WagonR-এ পেট্রোল ইঞ্জিনের সাথে একটি ফ্যাক্টরি ফিট CNG কিটও দেওয়া হবে

Advertisement

Advertisement

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির একটি অন্যতম জনপ্রিয় বাজেট মূল্যের গাড়ি হল WagonR। এই গাড়িটির একটি আলাদা ফ্যানবেস রয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে। এবার মার্কেটে এই জাপানি টেকে সমৃদ্ধ WagonR লঞ্চ হবে সম্পূর্ণ নতুন অবতারে। নতুন ভার্সনের WagonR সম্বন্ধে জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

ভারতের বাজারে বাজেট মূল্যের একাধিক গাড়ি থাকলেও মারুতি সুজুকির এই WagonR ব্যাপক জনপ্রিয়তা পেয়ে এসেছে। গাড়িটির লুক হোক কি পারফরম্যান্স সবই পছন্দ হয় গ্রাহকদের। বিশেষ করে এই গাড়িটির সাধ্যের মধ্যে দাম এবং মাইলেজ গাড়িটির প্রধান ইউএসপি। আপনি জানলে অবাক হবেন যে গত এক মাস ধরে এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে। এর নতুন মডেল লুকের দিক থেকে আগের থেকে বেশ সুন্দর এবং বিভিন্ন কসমেটিক পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

Advertisement

Maruti WagonR-এ ১-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে একটি ফ্যাক্টরি-ফিট করা CNG কিটও দেওয়া হবে। ইঞ্জিনটি CNG মোডে ৫৭ bhp সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। এর ১ L পেট্রোল ইঞ্জিন ২৪.৩৫kmpl (MT) এবং ২৫.১৯kmpl (AMT) মাইলেজ দেয়। নতুন Maruti WagonR-এ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, সামনের সিটে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর কানেক্টিভিটি, ফগ লাইট, ৭-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইলসহ অন্যান্য বৈশিষ্ট্য দেখা যাবে।

এরপর আসা যাক, এই গাড়ির দাম সমন্ধে। Maruti WagonR LXI-এর বেস মডেলের এক্স শোরুমের দাম ৫,৪৭,৫০০ টাকা। দিল্লিতে এই গাড়ির অন রোড মূল্য প্রায় ৬.০১ লাখ টাকা। তবে বাজেট মূল্যের বাজারে এই গাড়ি যে রাজ করবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Recent Posts