Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানুষের কত উচ্চারণ, মায়ের রাগ ভাঙাতে ব্যস্ত ছোট্ট টিয়া! তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া এই নামটা সকলের কাছে বেশ পরিচিত। আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে আসক্ত। সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বৃহত্তম মাধ্যম যা আমাদের কাছে ছোট বড় সমস্ত সংবাদ এবং…

Avatar

By

সোশ্যাল মিডিয়া এই নামটা সকলের কাছে বেশ পরিচিত। আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে আসক্ত। সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বৃহত্তম মাধ্যম যা আমাদের কাছে ছোট বড় সমস্ত সংবাদ এবং নানান মজাদার ও অবাক করা ভিডিও খুব সহজেই সকলের কাছে পৌঁছে দেয়। নেট দুনিয়াতে শুধুই মানুষের প্রতিভা ভাইরাল হচ্ছে তা কিন্তু একেবারেই না। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে পশুপাখিরাও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়।

পশু পাখিরাও এমন কিছু মজার আচরণ করে তা সত্যি সকলকে হাসিয়ে দেয় তো আবার কখনো কখনো তারা এমন কাণ্ড করে যা সকলকে তাক লাগিয়ে দেয়। সম্প্রতি নেট দুনিয়াতে ভাইরাল হয়ছে একটি টিয়া পাখির আশ্চর্য মানুষের মতো উচ্চারণ করে এরকম একটা ভিডিও। যেটি সত্যিই দেখার পর অবাক হয়ে উঠবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টিয়া কাকাতুয়া এরা মানুষের মতো কথা বলতে পারে সকলেই জানে। এঁরা মানুষের স্বর হুবুহু নকল করতে পারে। তবে তাদের মধ্যেও ভালোবাসার অনুভূতি কাজ করে। সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে একটি টিয়া পাখির একবারে মানুষের কত উচ্চারণে কিছু কথা। পাখিটির কথার বাহার, চলন, সমস্ত কিছু নেটিজেনদের মুগ্ধ করে তুলেছে। তাই মুহুর্তেই ভাইরাল হয়ছে এই মিষ্টি ভিডিয়োটি।

একবার এই ভিডিয়োটি একনজরে দেখে নেওয়া যাক। এই ভিডিয়োতে প্রথমে দেখা টিয়ার সাথে তার মালিকের রাগ অভিমান হয়েছে। ভিডিয়োতে এক মহিলার স্বর শোনা যাচ্ছে। এই মহিলাকে মা বলে ডাকে টিয়া। সেই মহিলা রেগে বলছে কোই মামি কে বেটে নেই হো তুম। তখনই বলে উঠলো টিয়া মামি কে বাচ্চে প্যারে প্যারে। তখনও কই নেই হো তুম মামি কে বাচ্চে প্যারে প্যারে। এই নিয়ে চললো মা ছেলের খুনসুটি। এই ভিডিয়োটি ইউটিউবে প্যারট লাভারস চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। অনেকে প্রশংসা করেছেন। তুমুল ভাইরাল হয় এই সুন্দর ভিডিয়োটি।

About Author