ভারত সরকার ছাড়াও অনেক রাজ্য সরকার নারী ও কন্যাদের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আসছে। অনেক প্রকল্পের মাধ্যমে কন্যাদের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। কন্যাদের আর্থিকভাবে সহায়তা ও সাবলম্বী করার জন্য এই সমস্ত প্রকল্প চালু করছে সরকার। সরকার এই স্কিমের নাম দিয়েছে লাডলি বেহেনা যোজনা । এই প্রকল্পের অধীনে বিরাট বাজেট দেওয়া হয়েছে যাতে মাসিক পেনশন হিসাবে টাকা পাবেন মেয়েরা। এই যোজনায় টাকা পেতে কি কি প্রয়োজন? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সরকার ২৭ আগস্ট এই প্রকল্প চালু করেছিল। আপনার পরিবারে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলেই এই স্কিমে আবেদন করতে পারবেন আপনি। সম্প্রতি এই স্কিমের টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত সরকার এই প্রকল্পের অধীনে ১,০০০ টাকা সহায়তা করতো। তবে এবার থেকে তা ২৫০ টাকা বৃদ্ধি পেল। এবার কন্যাসন্তান হলে প্রত্যেক মাসে ১২৫০ টাকা করে পেনশন পাবেন। তবে এই স্কিম পেতে আপনাকে মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে। কারণ এই স্কিম মধ্যপ্রদেশ রাজ্য সরকার চালায়।
লাডলি বেহেনা যোজনা পেতে কন্যাদের মধ্যপ্রদেশে জন্মাতে হবে। অর্থনৈতিকভাবে দরিদ্র কন্যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। পরিবারের আয়ের সীমা নির্ধারণ করেই এই টাকা দেওয়া হবে। আপনার বয়স যদি ২১ থেকে ৬০ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই স্কিমের জন্য যোগ্য হবেন। এই স্কিমটি বিবাহিত, বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য উন্মুক্ত।তবে পরিবারের আয় অবশ্যই ২.৫ লাখ টাকার কম হতে হবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside