আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির ব্যবহার অনেকটাই কমে গিয়েছে এই ডিজিটাল দুনিয়াতে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দশায় তাই প্রত্যেক মানুষের সময় কাটানোর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। নানা হাসির, মজার বা নাচ, গানের ভিডিও দেখে সময় কাটছে সকলের। এককথায় বলা যেতে পারে এই কঠিন সময়ে সকলের কাছে অক্সিজেন এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়াতে আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষা পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও বানিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যায়। কখনো দেখা যায় টিয়া পাখির অদ্ভুত কথা বলার প্রতিভা, তো কখনো দেখা যায় কুকুরছানার কিউট খেলার মুহূর্ত। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে একটি কুকুরের উপস্থিত বুদ্ধি এবং আন্তরিক দিক স্পষ্ট হয়েছে। ঠিক কি হয়েছিল ওই ভাইরাল ভিডিওতে?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভিডিওতে দেখা গিয়েছে ,একটি ছোট্ট নদীতে আটকে পড়েছে হরিণছানা। সাঁতার না কাটতে পেরে সে যখন ডুবে যাচ্ছিল তখনই জলে ঝাঁপিয়ে পড়ে একটি পোষ্য কুকুর। তারপর সাঁতার কেটে গিয়ে ছোট্ট হরিণছানাটিকে মুখে করে টেনে তুলে নদীর পাড়ে নিয়ে আসে ওই কুকুরটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে ওই কুকুরটির এমন হৃদয়স্পর্শী কার্যকলাপ মনে ধরেছে নেটিজেনদের।
ভিডিওটি মিডিয়াতে পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট করে ওই কুকুরটির সাহসিকতার প্রশংসা করেছেন এবং এমন সাহায্য করাকে মহান বলে আখ্যায়িত করেছেন। আবার অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই গোটা বিশ্বে মানুষের সবচেয়ে কাছের প্রাণী হল কুকুর। এছাড়া অগুনতি মানুষ ভিডিওটিতে লাইক করে শেয়ার করেছেন। তাই এখন সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাল ভিডিওটি।
Dog saves baby deer from Drowning.
A lesson…!#ViralVideo pic.twitter.com/FisXAMJmhc— Atul (@ImAtul1419) January 20, 2022