আগামীকাল মানব শরীরে প্রয়োগ করা হবে করোনা প্রতিরোধের টিকা

Advertisement

Advertisement

করোনা মোকাবিলায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে ব্রিটেন। কারণ, মারণ ভাইরাসটির টিকা আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশ। মঙ্গলবার ব্রিটেন সরকার করোনা ভাইরাসের এই টিকা তৈরির জন্য ২ কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে জানা গেছে।

Advertisement

এই বিষয়ে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, “স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে করোনার ওষুধ তৈরি করার জন্য। এম্পেরিয়াল কলেজকে করোনা ভাইরাসের পরীক্ষামূলক চিকিৎসার জন্য ২.২৫ কোটি পাউন্ড দেওয়া হচ্ছে।”

Advertisement

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার টিকা নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে। শুধু তাই নয় বৃহস্পতিবার থেকে মানুষের উপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু করা হবে। করোনা সংক্রান্ত গবেষণায় অন্য সব দেশকে রীতিমতো পেছনে ফেলেছে ব্রিটেন।

Advertisement

বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন এই সংক্রমণে। যার মধ্যে ৮০ শতাংশই মানুষই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ৮২৩। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৩৭ জনে।

Recent Posts