শহরজুড়ে উৎসবের আয়োজন, আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট চত্বর। শীতের মধ্যে বড়দিনের হইচই, ঘুরে বেড়ানো এসবের আনন্দে মজে আছে শহরবাসী। গত কয়েকদিনে শীত কিছুটা কমলেও আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী বড়দিনে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্জা এবং বঙ্গোপসাগরের যে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার জন্য ঝাড়খন্ড এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তবে শুক্রবার বৃষ্টি না হলেও স্যাঁতস্যাঁতে পরিবেশ ও মেঘলা আকাশের দেখা মিলতে পারে। শনিবার থেকে শীত আরও তীব্রতর হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বড়দিনের আগে সেজে উঠেছে পার্কস্ট্রিট, জেনে নিন পার্কস্ট্রিটের আদি ইতিহাস
বুধবার কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণ বঙ্গের জেলায় তাপমাত্রা সর্বনিম্ন ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার কারণে তাপমাত্রা কমবে স্বাভাবিকের তুলনায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। বছর শেষের কয়েকটা দিন শীত ভালোই উপভোগ করতে পারবে শহরবাসী।