Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাজের ফাঁকে প্রেম নিবেদন ক্যাপ্টেনের, কুমার সানুর গান গেয়ে তুমুল ভাইরাল

ক্যাপ্টেন হওয়া মানেই এক গুরু দ্বায়িত্ব পালন করা। শতাধিক যাত্রীকে নির্বিঘ্নে আকাশপথে পারাপার করে দেওয়ার জন্য একজন ক্যাপ্টেনের সঠিক অনুশীলন ও লাইসেন্স দরকার হয়। তাই এত কাজের প্রেসারে অনেকে রোম্যান্টিসিজিম…

Avatar

ক্যাপ্টেন হওয়া মানেই এক গুরু দ্বায়িত্ব পালন করা। শতাধিক যাত্রীকে নির্বিঘ্নে আকাশপথে পারাপার করে দেওয়ার জন্য একজন ক্যাপ্টেনের সঠিক অনুশীলন ও লাইসেন্স দরকার হয়। তাই এত কাজের প্রেসারে অনেকে রোম্যান্টিসিজিম ভুলেই যান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন ক্যাপ্টেন কাজের ফাঁকেই গাইলেন ‘Sun Meri Shehzadi’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনিতেই ক্যাপ্টেন, সার্জেন এঁদের উপর মেয়েরা একটু হলেও ক্রাশ খায়, তাঁর উপর যদি কোন হ্যান্ডসাম ক্যাপ্টেন এমন সুরেলা কণ্ঠে গান ধরে তাহলে সেই গান তো মনে ধরবেই। Capt.Manish Kumar Misra যেইমাত্র সোশ্যাল মিডিয়ায় গানটি গাইলেন সেই মাত্র ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ক্যাপ্টেন গানটি যার উদ্দেশ্যেই গেয়ে থাকুন না কেন, নেটিজেনদের বেশ মনে ধরেছে ক্যাপ্টেনের সুরেলা কণ্ঠ আর রোম্যান্টিক চাউনি।

ক্যাপ্টেন হলে হবে কি? গান ওনার প্যাশন। তাই অবসরে গান গেয়েই সময় কাটান এই হ্যান্ডসাম ক্যাপ্টেন। রইল তাঁর আরও একটি গানের ভিডিও।

About Author