Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৩রা মে এর পরেও আরও ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

Updated :  Wednesday, April 29, 2020 8:25 AM

দেশ জুড়ে লকডাউন জারি থাকলেও নির্দিষ্ট সময় মেনেই খোলা থাকছে ব্যাংক। ব্যাংকের সমস্ত কাজই চলছে লকডাউনে। ৩রা মে লকডাউন উঠে গেলেও মে মাসে আরও ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাংকের ছুটির লিস্ট অনুযায়ী মে মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে ১লা মে, মে দিবসের জন্যে ছুটি থাকবে সমস্ত ব্যাংক। অর্থাৎ ৩রা মে এর পর মে মাসে আরও ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক।

মে মাসের ১৩ টি ছুটির মধ্যে মে দিবস, ঈদ, বুদ্ধপূর্ণিমার ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ছুটি আছে। ১৩ টি ছুটির মধ্যে পাঁচটি রবিবার আছে, দুটি শনিবারের ছুটিও আছে। ৩, ১০, ১৭, ২৩, ৩১ মে রবিবারের জন্য ছুটি থাকবে। ৯ই মে এবং ২৩শে মে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্যে বন্ধ থাকবে ব্যাংক। ৭ই মে বুদ্ধপূর্ণিমা, ৮ই মে রবীন্দ্র জয়ন্তীর ছুটি থাকবে। ২১শে মে জম্মু ও শ্রীনগরে সব-এ-কদরের ছুটি, ২২ মে জম্মু ও শ্রীনগরে জুম্মত-উল-বিদার ছুটি এবং ২৫শে মে ঈদের ছুটি থাকবে।