Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চালু করবে 5G পরিষেবা, নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে Vodafone-Idea

ভোডাফোন আইডিয়া কিছুক্ষণ আগেই তাদের ব্র্যান্ড নেম সম্পূর্ণরূপে পরিবর্তিত করে VI ( পড়ুন উই ) তে রূপান্তরিত হয়েছে। এই নতুন ব্র্যান্ড নেম ঘোষণা করার পরে, ভোডাফোন আইডিয়া সম্পূর্ণরূপে একসাথে একটি…

Avatar

ভোডাফোন আইডিয়া কিছুক্ষণ আগেই তাদের ব্র্যান্ড নেম সম্পূর্ণরূপে পরিবর্তিত করে VI ( পড়ুন উই ) তে রূপান্তরিত হয়েছে। এই নতুন ব্র্যান্ড নেম ঘোষণা করার পরে, ভোডাফোন আইডিয়া সম্পূর্ণরূপে একসাথে একটি নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করলো। এর ফলে এবারে একসাথে দুটি ব্র্যান্ডকে খুব সহজে উচ্চারণ করা যাবে।

একটি ভার্চুয়াল লাইভ স্ট্রিমিং কনফারেন্সে এই নতুন ব্র্যান্ড নেম এর কথা ঘোষণা করা হলো। প্রসঙ্গত জানিয়ে রাখি,২০১৮ সালের ৩১ আগস্ট তারিখ নাগাদ ভোডাফোন এবং আইডিয়া একসাথে যুক্ত হয়ে কাজ করা শুরু করে। তার ২ বছর পরে এই দুটি ব্র্যান্ড একসাথে একটি নতুন ব্র্যান্ড হিসেবে আসতে চলেছে। কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সহ সমস্ত জায়গায় এবার থেকে ব্যবহার হবে VI নামটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র টক্কর জানিয়েছেন, ” ভোডাফোন আইডিয়া একসাথে ২ বছর আগে একত্রে কাজ করা শুরু করে। তারপর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল আরও বড় একটি নেটওয়ার্ক তৈরি করা। আমরা আজকে এই নতুন VI নেটওয়ার্ক তৈরি করতে পেরে খুব খুশি। এই নতুন নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদের গ্রাহকদের আরো ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। VI এর মূল লক্ষ্য হবে আমাদের প্রতিশ্রুতি গুলোকে পূরণ করা এবং গ্রাহকদের সমস্ত প্রয়োজনের খেয়াল রাখা।”

তিনি আরো জানিয়েছেন, এই নতুন নেটওয়ার্ক VI হতে চলেছে বিশ্বের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক। এছাড়াও আমরা গ্রাহকদের WORLD-CLASS ডিজিটাল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হব। শুধু তাই নয়, 5G সার্ভিস চালু করার মাধ্যমে আমরা এই নতুন নেটওয়ার্কে ভবিষ্যতের জন্য তৈরি একটি ডিজিটাল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত করব।

এই কোম্পানি আরও একটি নতুন HAPPY SURPRISES প্রোগ্রাম নিয়ে আসতে চলেছে। এই প্রোগ্রামে ব্যবহারকারীরা প্রত্যেকদিন নতুন নতুন উপহার জিতে নিতে পারবেন নতুন VI অ্যাপ্লিকেশন থেকে। এছাড়াও ব্যবহারকারীরা নিজের পছন্দের VI TUNE সেট করতে পারবেন VI অ্যাপ্লিকেশন অথবা MyVi.in ওয়েবসাইট থেকে।

About Author