Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সস্তা দামে ভারতের বাজারে এসে গেল Galaxy M31s, জানুন খুঁটিনাটি

Updated :  Thursday, July 30, 2020 4:15 PM

সম্প্রতি স্যামসাং লঞ্চ করেছে Galaxy M31s নামের একটি স্মার্টফোন। যেটিতে রয়েছে বেশকিছু জনপ্রিয় ফিচারস যা দ্রুত গ্রাহক আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে এটি অ্যামাজন প্রাইম সেল চলাকালীন এই ওয়েবসাইটে উপলব্ধ হবে। এই সেল আগামী মাসের 6 এবং 7ই আগস্ট চলবে। শুধু তাই নয় samsung.com এবং বিভিন্ন স্টোর গুলিতেও ফোনটি পাওয়া যাবে।

এতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার, যেমন- ‘সিঙ্গেল টেক’, ‘স্মার্ট সেল্ফি অ্যাঙ্গেল মোড, ‘ সুইচ ক্যামেরা হোয়াইল রেকর্ডিং’ ইত্যাদি। এছাড়াও যে সমস্ত ফিচারগুলি রয়েছে, সেগুলি হল-

ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি sAMOLED Full HD+ ইনফিনিটি O ডিসপ্লে।

প্রসেসরঃ এক্সিনোস 9611

র‍্যামঃ 6 জিবি/8 জিবি

স্টোরেজঃ 128 জিবি।

অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 10

রিয়ার ক্যামেরাঃ 64 মেগাপিক্সেল সেন্সর + 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর + 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরাঃ 32 মেগাপিক্সেল সেন্সর ।

ব্যাটারিঃ 6000mAh সাথে 25W ফাস্ট চার্জিং সিস্টেম।

দামঃ 6 জিবি+128জিবি স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম 19,499 টাকা। অন্যদিকে 8জিবি+128জিবি ভার্সনটির দাম 21,499 টাকা।