টেক বার্তা

দুঃসংবাদ! ভারতে আর খেলা যাবে না PUB-G

Advertisement
Advertisement

দুঃখের খবর! এবার থেকে ভারতীয় খেলোয়াড়রা আর খেলতে পারবেন না PUBG Mobile এবং PUBG mobile Lite। গত ২ সেপ্টেম্বর এই গেমটি সহ আরো ১১৮টি অ্যাপ্লিকেশন কে ব্যান করেছিল ভারত সরকার। এরপর ওই অ্যাপ্লিকেশনগুলি কে সরিয়ে দেওয়া হয় গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে। ভারতের সার্বভৌমত্ব, অখন্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং গণ শৃঙ্খলা রক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছিল ভারত সরকার। ভারত সরকার একটি বিবৃতিতে জানিয়েছিল, ওই অ্যাপ্লিকেশনগুলি ভারতের জনগণের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই কারণে ভারতে সেগুলিকে ব্যান করা হয়।

Advertisement
Advertisement

কিন্তু এতদিন যাদের ফোনে আগের থেকে PUBG Mobile গেমটি ছিল তারা এতদিন পর্যন্ত খেলতে পারছিলেন। কিন্তু এবার থেকে আর নয়, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল ভারতে PUBG Mobile। লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে পুনরায় সমস্যার সৃষ্টি হবার পরবর্তীতে ভারত সরকার এই অ্যাপ্লিকেশন ব্যান করার সিদ্ধান্ত নেয়। সেই সময় ভারতে ৩ কোটি ৩০ লক্ষ PUBG প্লেয়ার ছিল। তবে এই গেম ব্যান করার ফলে বেশ ভারী রকম ক্ষতিগ্রস্ত হয় ভারতের গেমিং কমিউনিটি।

Advertisement

তবে কিছুদিন আগেই পাবজি কর্পোরেশন তার LinkedIn প্রোফাইলে একটি নতুন লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। তারপরেই, পুনরায় জল্পনা সৃষ্টি হয়েছে যে ভারতে ফিরতে পারে PUBG Mobile। ওই নিয়োগের জন্য যে পোস্ট করা হয়েছিল তাতে ভারতের সংস্থার প্রতিনিধি হিসেবে ডিভিশন ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তিনিভারতের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন এবং হেডকোয়ার্টারে সমস্ত আপডেট দেবেন।

Advertisement
Advertisement

করণা মহামারীর কারণে ভারতের সকলে ছিল বাড়িতে বন্দি। এই সময় PUBG Mobile এবং PUBG Mobile Lite এর মতো গেম এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। কিন্তু সেই সময়েই এই অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া ছিল ভারতীয় গেমিং কমিউনিটির কাছে একটি বিরাট ধাক্কা। তবে, ভারতে PUBG Mobile ব্যান করার মূল কারণ ছিল তার সার্ভার। এই সার্ভার অপারেট করা হতো চীন থেকে এবং এই সার্ভার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল Tencent গেমস।

তবে একটি ফেসবুক পোস্টে Tencent জানিয়েছে, তারা পাবজি মোবাইলের ডেভলপার সংস্থাকে তাদের সমস্ত স্বত্ব ফিরিয়ে দিতে চলেছে। তারা জানিয়েছে ইউজারের ডেটা সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া তাদের প্রথম লক্ষ্য। ভারতে থাকাকালীন তারা সবসময় ভারতের আইন সুরক্ষা মেনে এসেছে। এছাড়াও কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা সমস্ত খেলোয়াড়ের গেম-প্লে স্বচ্ছ পদ্ধতিতে প্রক্রিয়া করে। এছাড়াও তারা ভারতের পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইট খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে ঘোষণা করেছে, তারা এই গেমের সমস্ত স্বত্ব পাবজি কর্পোরেশনকে ফিরিয়ে দিতে চলেছে যা আদতে ক্রাফটস গেমের কোম্পানি।

Advertisement

Related Articles

Back to top button