Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০০ টাকার নিচে দুর্দান্ত প্ল্যান আনলো BSNL, জানুন কী কী সুবিধা পাবেন

সরকারী মালিকানাধীন টেলিকমিউনিকেশন সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ১০০ টাকার নিচে দুটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। ৯৪ টাকা ও ৯৫ টাকার ওই প্ল্যানগুলির বৈধতা ৯০ দিন। অবশ্য প্রিপেইড ভাউচারের…

Avatar

সরকারী মালিকানাধীন টেলিকমিউনিকেশন সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ১০০ টাকার নিচে দুটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। ৯৪ টাকা ও ৯৫ টাকার ওই প্ল্যানগুলির বৈধতা ৯০ দিন। অবশ্য প্রিপেইড ভাউচারের মাধ্যমে এর বৈধতা বাড়ানো যেতে পারে।  বিএসএনএল অ্যাডভান্স প্রতি মিনিটে ৯৪ টাকা এবং বিএসএনএল অ্যাডভান্স প্রতি সেকেন্ড ৯৫ টাকায় টুজি, থ্রিজি ও ফোরজি-র জন্য পাওয়া যাচ্ছে। ৯৪ টাকার প্ল্যান যা প্রতি মিনিটের ভিত্তিতে গণনা করা হয় এবং ৯৫ প্ল্যানে প্রতি সেকেন্ড ভিত্তিতে গণনা করা হয় বলে জানিয়েছে সরকারী টেলিকম সংস্থা।

দুটি প্ল্যানের সঙ্গেই মিলবে ৩ জিবি হাই-স্পিড ডেটা যা ৯০ দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে মিলবে ১০০ মিনিটের ফ্রি ভয়েস কলের সুবিধাও। স্থানীয় নেটওয়ার্ক বা জাতীয় রোমিং নেটওয়ার্কে যে কোনও জায়গায় করা যেতে পারে এই কলগুলো। মুম্বই এবং দিল্লি সার্কেলে কল করা যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, এই প্ল্যানে ৯০ দিনের একটি উইন্ডোতে ফ্রি ডেটা এবং কল গ্রাহ্য করতে হবে। ৯০ দিনের হময়সীমা শেষ হওয়ার পরে বিএসএনএল কর্তৃপক্ষ ব্যবহারকারীদের থেকে নির্দিষ্ট হারে চার্জ কাটতে শুরু করবে। বিএসএনএল এডভান্স প্রতি মিনিটে ৯৪ টাকার প্ল্যানে বিএসএনএল লোকাল কলগুলির জন্য প্রতি মিনিটে এক টাকা এবং এসটিডি কলগুলি প্রতি মিনিটে ১.৩ টাকা নেওয়া হবে। অন্যদিকে, বিএসএনএল এডভান্স প্রতি সেকেন্ডে ৯৫ টাকার প্ল্যানে বিএসএনএল লোকাল কলগুলির জন্য প্রতি সেকেন্ডে ০.০২ টাকা এবং এসটিডি কলগুলি প্রতি সেকেন্ডে ০.০২৪ টাকায় নেওয়া হবে।

About Author