Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিদিন ২৪ জিবি ডেটা, ফ্রি ভয়েস কলিং, মেয়াদ ৩৬৫ দিন, দুর্দান্ত প্ল্যান আনল BSNL

Updated :  Wednesday, September 2, 2020 9:27 AM

ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সম্প্রতি লঞ্চ করল আরও একটি নতুন অফার। এতে আপনারা ১,৪৯৯ টাকা খরচ করলে প্রত্যেকদিন ২৪ জিবি ডাটা পেয়ে যাবেন এবং পাবেন ২৫০ মিনিট বিনামূল্যে কলিং এর সুবিধা। আপাতত শুধুমাত্র চেন্নাইয়ে চালু করা হলেও, শীঘ্রই ভারতের অন্যান্য অংশে এই প্ল্যান চালু করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএল এর তরফ থেকে। আসুন বিস্তারিতভাবে এই প্ল্যান এর ব্যাপারে জেনে নেওয়া যাক –

এই নতুন প্ল্যান ১ সেপ্টেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। এই প্লানে মাসে ১,৪৯৯ টাকা রিচার্জ করালে পেয়ে যাবেন প্রত্যেকদিন ২৪ জিবি করে ইন্টারনেট এবং ২৫০ মিনিট করে বিনামূল্যে কলিং এর সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০টি করে এসএমএস আপনারা পড়তে পারবেন। এই প্ল্যান ৩৬৫ দিনের জন্যেও চালু করা হয়েছে। তবে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ৩৬৫ দিনের জন্য এই প্লান রিচার্জ করলে ৩০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই বেনিফিট নিতে ব্যবহারকারীকে নিজে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ১২৩ নম্বরে মেসেজ করতে হবে।

দীর্ঘমেয়াদি প্ল্যান –

এই নির্দিষ্ট প্ল্যান ছাড়াও বিএসএনএল আরও কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। এর মধ্যে রয়েছে PV-365 প্ল্যান যেখানে আপনারা প্রতিদিন ২৫০ মিনিট ভয়েস কল এবং ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও থাকবে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ।

শুধু তাই নয়, চেন্নাইয়ে বর্তমানে বিএসএনএল নিজেদের IPTV সার্ভিস চালু করেছে। অ্যান্ড্রয়েড বক্স, টিভি এবং মোবাইলে এই প্ল্যান কার্যকরী হবে। আগামী আর কিছুদিনের মধ্যে ভারতের অন্যান্য জায়গাতেও বিএসএনএল এর IPTV সার্ভিস চালু করা হবে।