খেলা

T20 World Cup 2022: দুর্ভোগে ভারতীয় দল, T20 বিশ্বকাপের পূর্বে চোট পেলেন আরও এক তারকা পেসার

জসপ্রীত বুমরাহকে ছাড়াই ১৪ সদস্যের ভারতীয় দল ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে পৌঁছেছে। দীপক চাহার, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের মধ্যে একজন ক্রিকেটারকে ভারতীয় মূল দলের সাথে যুক্ত হওয়ার কথা। বাকি দুজন থাকবেন স্ট্যান্ডবাই হিসেবে।

Advertisement

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়া হচ্ছে না টিম ইন্ডিয়ার। একের পর এক দলের গুরুত্বপূর্ণ সদস্য চোট পেয়ে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই থেকে ছিঁটকে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ইতিপূর্বে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাশাপাশি বাদ পড়েছেন বিশ্বের সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহ। এমনিতেই দুই সেরা তারকা ক্রিকেটারকে হারিয়ে রীতিমতো দিশেহরা টিম ইন্ডিয়া। তার ওপর ফের চোট পেলেন ভারতের আরেক তারকা ক্রিকেটার।

Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর বিকল্প কে হবে তা নিয়ে চলছে জোরদার আলোচনা। সেই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার লড়াই বেশ কিছুটা এগিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর জাতীয় দলে সুযোগ পেয়ে বিধ্বংসী পারফরমেন্সের মাধ্যমে দৃষ্টি কেড়েছিলেন ভারতীয় দল নির্বাচকদের। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন ভারতের এই মিডিয়াম পেসার।

Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে তার নাম ঘোষণা হওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। জসপ্রীত বুমরাহকে ছাড়াই ১৪ সদস্যের ভারতীয় দল ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে পৌঁছেছে। দীপক চাহার, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের মধ্যে একজন ক্রিকেটারকে ভারতীয় মূল দলের সাথে যুক্ত হওয়ার কথা। বাকি দুজন থাকবেন স্ট্যান্ডবাই হিসেবে।

Advertisement

বোর্ড সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলার আগে গোড়ালিতে চোট পান দীপক চাহার। অনুশীলনের সময় তার গোড়ালি ঘুড়ে যায়। যদিও দীপক চোহরের চোট অত্যন্ত গুরুতর নয়, কিন্তু একাধিক মাধ্যমে দাবি করা হচ্ছে চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসের ১৫ তারিখ অব্দি ভারতীয় স্কোয়াডে পরিবর্তন আনতে পারবেন অধিনায়ক রোহিত শর্মা।

Recent Posts