ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

TCS collected at source: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড়ো খবর, অর্থ মন্ত্রক জারি করে দিল নতুন আদেশ

সরকার বলেছে এবার থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে ২০ শতাংশ টিসিএস ধার্য করার বিষয়টি তিন মাসের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement

Advertisement

আপনি যদি বিদেশে লেনদেন করেন এবং মাঝেমধ্যেই বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ খরচা করেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে ভারতের সমস্ত ক্রেডিট কার্ড ধারক কে নতুন সুখবর দিতে চলেছে সরকার। এর আগে পয়লা জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা ছিল। নতুন নিয়ম অনুযায়ী বিদেশে ক্রেডিট কার্ডের খরচের উপরে TCS কর ধার্য করার কথা ছিল। এই নতুন নিয়োগে যদি বিদেশে আপনি সাত লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন তাহলে আপনাকে ২০ শতাংশ টিসিএস দিতে হবে। কিন্তু এখন তা তিন মাসের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Advertisement

সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে খরচ করা কোনভাবেই লিবারেলাইজড রেমিটেন্স স্কিমের আওতায় আসবেনা। তাই এর ওপর সরকার কোন রকম কর কাটবেনা। ভ্রমণ খরচ সহ ভারত থেকে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর উপরে ২০ শতাংশ হারে TCS কাটার বাস্তবায়নকে তিন মাসের জন্য পিছিয়ে দিচ্ছে ভারত সরকার। এই নিয়ম এখন ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।

Advertisement

অক্টোবর মাসের ১ তারিখ থেকে বিদেশে ক্রেডিট কার্ডের খরচের উপরে TCS প্রযোজ্য হতে চলেছে। LRS এর অধীনে অর্থ প্রধান সাত লক্ষ টাকার বেশি হলে উচ্চহারে TCS প্রযোজ্য হতে চলেছে। চিকিৎসা ছাড়া অন্য যে কোন দেশে ভারত থেকে টাকা পাঠানোর পাশাপাশি বিদেশি ভ্রমণ প্যাকেজ কেনার ক্ষেত্রে TCS ৫ শতাংশ থেকে ২০ শতাংশ অবধি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

Recent Posts