Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলা পিঠে ট্যাটু, বেশ নজর কাড়লেন অভিনেত্রী

Updated :  Sunday, December 22, 2019 6:49 PM

অভিনেত্রী থেকে শুরু করে ঘরের মেয়ে বউ ট্যাটু করা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ‘রাজযোটক’ ধারাবাহিকে বেশ জনপ্রিয় মুখ মিশমী দাস, তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হলেন , তার খোলা পিঠ এ ট্যাটু করার জন্য।

২০১৪ সালে রাজযোটকের পরে তিনি প্রেমের ফাঁদে, গাছকৌটো, ফাগুণ বউ, প্রভৃতি সিরিয়ালএ দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। তবে ছোটবেলা থেকেই কোনদিনই অভিনেত্রী হবেন এটা তিনি ভাবেননি, তিনি বরাবরই ভেবেছিলেন তিনি চ্যাটার্ড একাউন্টেন্ট হবেন।

আরও পড়ুন : বিরাটের পর এবার নুসরত, গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন নুসরত

তবে তন্বী এই অভিনেত্রীর উন্মুক্ত পিঠে, খোপা বাধা চুল, পিঠের উপর পরপর দেখা যাচ্ছে সাতটি ট্যাটু। বেশ আকর্ষণীয় লাগছে তাকে। সোশ্যাল মিডিয়া এই ছবিটি দেওয়ার সাথে সাথেই বেশ ভাইরাল হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন! এমন আকর্ষণীয় চেহারাতে এমন ট্যাটু করলে, তা তো সকলের কাছে বেশ প্রিয় হয়ে উঠবে।

 

View this post on Instagram

 

All chakras activated. ? Thank you @lizardsskintattoos and @prithwiraj_lizardsskintattoos .

A post shared by Mishmee Das (@mishmeedas13) on