Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রকাশ্যে আসল জনপ্রিয় অভিনেত্রীর ছেলের ছবি, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

নন্ধিনী ময়না (Nandhini Myna) তামিল ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত সেলিব্রিটি ও মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। তিনি নিম্মু রাজা, মায়না নন্দিনী, নন্দিনী নামে পরিচিত। তিনি অনেক সিরিয়ালে কাজ করেছেন। এই অভিনেত্রী…

Avatar

নন্ধিনী ময়না (Nandhini Myna) তামিল ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত সেলিব্রিটি ও মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। তিনি নিম্মু রাজা, মায়না নন্দিনী, নন্দিনী নামে পরিচিত। তিনি অনেক সিরিয়ালে কাজ করেছেন। এই অভিনেত্রী তার প্রথম স্বামী কার্তিকেয়ানের মৃত্যুর পরে যোগেশের (Yogesh) সাথে বিয়ে করেন। নন্ধিনী ময়না (Nandhini Myna) “ভেনিলা কবাডি কুঝু” (Vennila Kabadi Kuzhu) তামিল ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন। এবারে এই অভিনেত্রী মা হলেন। যোগেশ্বরনকে বিয়ে করার পর তাঁদের ঘরে আসে পুত্র সন্তান।

প্রকাশ্যে আসল জনপ্রিয় অভিনেত্রীর ছেলের ছবি, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

প্রকাশ্যে আসল জনপ্রিয় অভিনেত্রীর ছেলের ছবি, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

যোগেশেও একজন তামিল টেলিভিশন ইন্ডাস্ট্রির (Tamil television industry) অভিনেতা। ইনিও একটা সময় তিনি তামিল টেলিভিশনে নাচের রিয়েলিটি শো এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ঢোকেন। একাধিক তামিল ধারাবাহিকে তাঁকে দেখতে পাওয়া যায়। ‘নায়াকি’ Nayaki (2018) ধারাবাহিকে তিনি ছিলেন যেটা Sun TV তে দেখানো হয়, এরপর ২০১৯ র ‘রাজা রানী’ Raja Rani (2019) তে দেখা যায় পার্শ্বচরিত্রে। এছাড়াও জি তামিল এ ‘কলি রাম্য’ ‘Koli Ramya’ Zee Tamil তে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বর্তমানে প্রথম সন্তানের পিতা হয়েছেন তিনি। এমনকি ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে নাম জানিয়েছেন ছেলের বাম দিয়েছেন ‘ধুবন’ (DHRUVAN).

About Author