Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাচতে নাচতে তামান্না ভাটিয়াকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন এই দক্ষিনী অভিনেতা, লাল টাইট পোশাকে এমন ফিগার দেখালেন

তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেও একজন। নিজের অভিনয় দক্ষতার গুনেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের…

Avatar

তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেও একজন। নিজের অভিনয় দক্ষতার গুনেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন এই অভিনয় দুনিয়ায়, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

সম্প্রতি ‘পিয়ার বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকেই তামান্না ভাটিয়ার কিছু ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। সেই ঝলকে অভিনেত্রীকে লাল টাইট পোশাকেই দেখা গিয়েছিল। তার সাথে দেখা মিলেছে দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশেরও। এই ঝলকে নিজেদের আসন্ন কোন ছবির গানের ভিডিওর শুটিংয়েই দেখা গিয়েছিল তাদের। আর এই ঝলক দেখেই একাংশের মনে হয়েছে শুটিং চলাকালীন অভিনেত্রীকে আপত্তিজনকভাবেই ছুঁয়েছেন অভিনেতা। তবে এই প্রসঙ্গে তারকাদের কাছ থেকে কোনরকম কোন অভিযোগ মেলেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঝলকে লাল হাই থাই স্লিটেড পোশাকের পাশাপাশি কালো শাড়িতেও নিজের কার্ভি ফিগার ফ্লন্ট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। প্রায়ই নিজের বোল্ড ও লাস্যময়ী লুকের সূত্র ধরে চর্চিত হন মিডিয়ার পাতায়। অবশ্য সেকথা তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে।

লাস্ট স্টোরিজ ২’তে অভিনয়ের পর থেকেই মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী। এমনকি তার সাথে নাম জড়িয়েছে বিজয় বর্মারও। অবশ্য সেই সম্পর্কে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খোলেননি তাদের মধ্যে কেউই।

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

উল্লেখ্য, সবকিছুর পাশাপাশি ‘কাভালা’ গানের সূত্র ধরেও সাধারণের নজর কেড়েছেন তিনি। দক্ষিণী ছবি ‘জেলার’এর গান এটি। এই ছবির সূত্র ধরেই আবারো পর্দায় ফিরেছেন রজনীকান্ত। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে অভিনেতার।

আগে অভিনেত্রী ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে সেভাবে অভিনয় করতেন না। তবে বর্তমান সময়ে নিজের সেই প্রতিজ্ঞা ভেঙে দিয়েছেন তামান্না। ‘লাস্ট স্টোরিজ ২’,’জি কারদা’ মতো একাধিক ছবিতে চুম্বনের দৃশ্যে দেখা মিলেছে অভিনেত্রীর। এই মুহূর্তে অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে ভাইরাল হচ্ছেন, সেখানে ভেঙ্কটেশের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে নজর কেড়েছে।

About Author