অভিনেত্রী দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, একজন মা শিশুকে তার মধ্যে লালন করেন। তাকে বুকে নিয়ে শোন। তার সুবিধা-অসুবিধা সবটাই দেখে রাখেন তিনি। সন্তানের জন্য জেগে বসে থাকেন রাতের পর রাত। এই প্রসঙ্গ ধরেই তিনি জানিয়েছেন, তার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা রয়েছে। পাশাপাশি তিনি এও লিখেছেন, তিনি যখন আয়নার দিকে তাকান তখন তিনি শুধুমাত্র একজন মাকে দেখতে পান। আর সেটাই তার কাছে সবথেকে বড় সম্মানের এবং আশীর্বাদের। অভিনেত্রীর এই আবেগঘন লেখায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটনাগরিকদের অনেকেই। অনেকেই তার কথায় সহমত জানিয়েছেন।
মাতৃত্বের অনুভূতি নিয়ে গর্বিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জ্জী, জানালেন নিজের মনের কথা
স্বস্তিকা মুখার্জ্জী বরাবরই নিজের স্পষ্ট মতামতের জন্য চর্চার আলোয় থাকেন। তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। বলিউডেও করেছেন একাধিক কাজ। ২০০৭ সালে স্বামী প্রমিত সেনের সাথে বিচ্ছেদ হওয়ার পর একাই…

আরও পড়ুন