বিজেপিতে যোগদানের পর আজই রাজভবনে যাচ্ছেন শুভেন্দু, করবেন রাজ্যপালের সাথে বৈঠক

Advertisement

Advertisement

বর্তমানে বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের পালা। দুদিন আগে অমিত শাহের মেদিনীপুর সভায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে। সদ্য বিজেপিতে যোগ দেয়ার পরই শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে নানা ইস্যুতে গলায় সুর তুলেছেন। এবার আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সাথে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। তিনি রাজভবনে বিকেল চারটে নাগাদ আসতে পারেন বলে সূত্র মারফত খবর।

Advertisement

দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারী রাজ্যপাল জগদীপ ধনকর এর সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়ার পরই রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছিলেন। সেই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার নামে হয়তো মিথ্যা মামলা করে শাসক দল তাকে ফাঁসাতে পারে। রাজ্যপাল ও তার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। তিনি সঙ্গে সঙ্গে পদক্ষেপও নেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে শুভেন্দুর আশংকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যপাল যে বরাবর রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সন্তুষ্ট থাকে তা বলাই বাহুল্য।

Advertisement

অন্যদিকে আজকে শুভেন্দু ঘনিষ্ঠমহলে তরফ থেকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী যে বিষয় নিয়ে রাজ্যপাল কে চিঠি দিয়েছিলেন তা নিয়ে আলোচনা করতে গিয়ে আজ রাজভবনে যাবেন সদ্য বিজেপি নেতা। প্রসঙ্গত গত শনিবার অমিত শাহের মেদিনীপুর সভায় শাহের হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। সেখানে সভায় তার সমস্ত ক্ষোভ উগরে দেন তিনি তার পুরনো দলের কর্মীদের উদ্দেশ্যে। এছাড়াও রাজ্যপালের হাতে রাজ্য সরকার যে ব্যবহার করে তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি রাজ্যপালের কাছে যাওয়ার আগে বিধানসভার অধ্যক্ষের কাছে সরাসরি দেখা করে চিঠি দিয়ে পদত্যাগের জটিলতার ইতি টানবেন বলে জানা গিয়েছে।

Advertisement