“সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে”, বক্তব্য শুভেন্দুর

এইবার তৃণমূল নেত্রীকে (Mamata Banerjee) টাটার বিষয়ে বিঁধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

Advertisement

Advertisement

“সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে”। হুগলির ধনেখালির এক সভায় এমনটাই শোনা গেল গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে। সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল বলে মন্তব্য করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এবার সেই পথের পথিক হলেন বিজেপি নেতা শুভেন্দুও।

Advertisement

এই দিন শুভেন্দু অধিকারী বক্তব্য,”বাংলায় চাকরি নেই। শিল্প নেই। এই পাশের সিঙ্গুরে কী অবস্থা করেছে দেখুন! টাটার ন্যানোর কারখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে। ১১ সালে পরিবর্তন আসেনি। আসল পরিবর্তন আনতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। চুপচাপ ফুলে ছাপ দিলে হবে না। পদ্মফুলে ছাপ দিতে হবে। যে পদ্মফুল দিয়ে দেবী দুর্গার বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। অসুর নিধন করা হয়েছিল সেই ফুল দিয়ে। একজন রেগে যাচ্ছেন জয় শ্রী রাম বললে, আর একজন রেগে যাচ্ছে তোলাবাজ ভাইপো বললে।”

Advertisement

২০১১ সালের রাজ্যে পালাবদলের নেপথ্যে বড় ভূমিকা ছিল সিঙ্গুরের কৃষক আন্দোলন। আগের লোকসভা ভোটে হুগলি আসনটি জিতেছে গেরুয়া শিবির। সিঙ্গুরের সিংহভাগ মৌজাতেই জয়জয়কার পদ্মের। ভোটে জেতার পর সিঙ্গুরে শিল্পের প্রতিশ্রুতিও দিয়ে এসেছেন পদ্ম শিবিরের সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিছুদিন আগে সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর আবার আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। আগামী ভোটে হুগলিতে সিঙ্গুরে শিল্প বড় বিষয় হতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Advertisement

Recent Posts