Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নন্দীগ্রামে মমতাকে হারিয়ে কী বললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম বাসীর কাছে সকৃতজ্ঞ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই প্রচন্ড টানাপোড়েনের মধ্যেই শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন শুভেন্দু। যদিও শুভেন্দুর জয় নিয়ে রইল প্রচুর প্রশ্ন চিহ্ন। সার্ভার ডাউন থেকে…

Avatar

By

নন্দীগ্রাম বাসীর কাছে সকৃতজ্ঞ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই প্রচন্ড টানাপোড়েনের মধ্যেই শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন শুভেন্দু। যদিও শুভেন্দুর জয় নিয়ে রইল প্রচুর প্রশ্ন চিহ্ন। সার্ভার ডাউন থেকে শুরু করে হঠাৎ করে নির্বাচনের ফল বদল, সবকিছুকে পিছনে ফেলেও নন্দীগ্রাম দাদার। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরাজিত হয়ে গিয়েছেন তার প্রাক্তন সহযোদ্ধার কাছে।

কিন্তু, মমতার প্রাক্তন সহযোদ্ধা এবং বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে খোশমেজাজেই রয়েছেন। মাঝপথে একটু চিন্তার কালো ছায়া দেখতে পেলেও সার্ভারেই খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার এই জয় নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত শুভেন্দু। রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী জয়ী। তাই সদর্পে নিজের এলাকাবাসীকে মহান হিসেবে চিহ্নিত করে তাদের সম্মান জানিয়ে টুইট করলেন বিজেপি প্রার্থী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভেন্দু লিখলেন, নন্দীগ্রামের মহান বাসিন্দাদের আমার ধন্যবাদ। তাদের ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ, সমর্থনের জন্য। তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য ও নন্দীগ্রামের বিধায়ক হিসাবে নির্বাচন করার জন্য। তাদের সেবা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের মঙ্গলের জন্য কাজ করে যাবো। বাস্তবিকই আমি কৃতজ্ঞ।”

About Author