Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমের শুরু থেকে শেষ! প্রাক্তন প্রেমিকের মৃত্যুবার্ষিকীতে সুন্দর মুহূর্ত শেয়ার করলেন অঙ্কিতা

দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আজ ১৪ই জুন। সোমবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সারা ভারতবাসী। বাদ পড়েননি তাঁর প্রাক্তণ বান্ধবী অঙ্কিতা লোখান্ডে।…

Avatar

By

দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আজ ১৪ই জুন। সোমবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সারা ভারতবাসী। বাদ পড়েননি তাঁর প্রাক্তণ বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের আত্মার শান্তি কামনায় আজকে বাড়িতে হোম যজ্ঞ ও পুজো করিয়েছেন অঙ্কিতা।

পবিত্র রিস্তা’ সিরিয়ালের সময় প্রথম দেখা৷ স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পরেন তাঁরা। তারপর একসঙ্গে ছিলেন ছয় বছর । তবে সব ভালোর যে শেষ আছে। ভুল বোঝাবুঝি বাড়ার থেকে দুজনেই আলাদা হয়ে যান। ২০১৬ সালে দু’ জনের দুটি পথ আলাদা হয়ে যায়। তারপর সুশান্ত তাঁর সিনেমার কেরিয়ারে ব্যস্ত হয়ে পড়েন। এরপর একের পর এক অভিনেত্রীর সাথে নাম জড়াতে থাকে সহ অভিনেত্রীদের সঙ্গে। সেই তালিকায় উঠে আসে কৃতি শ্যানন, সারা আলি খান রিয়া চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৯ সালে গোঁড়ার দিক থেকে সর্বদা একত্রে দেখা যেত অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতকে। এরস একসাথে অভিনয় না করলেও লিভ ইন সম্পর্কে থাকা শুরু করেন। তবে কোনো সম্পর্কে অঙ্কিতার সাথে থাকাকালীন যে শান্তি তা অভিনেত্রী পাননি। তবে কষ্ট পেলেও অঙ্কিতার কাছে ফেরার চেষ্টাও করেননি। অঙ্কিতাও এক সম্পর্কে পা রাখলেও সুশান্তের জায়গা অভিনেত্রীর মনে আলাদা আছে। তাই তো আজ ও সুশান্তের স্মরণে বাড়িতে পুজো করলেন।

অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে শেয়ার করলেন তাদের ছয় বছরের সম্পর্কের কিছু অদেখা ছবি। ছ বছর সময় কম নয়। তাঁদের এই ছবছর এক সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত গুলো ভিডিও আকারে শেয়ার করলেন। দ আজও সুশান্ত বেঁচে আছেন এবং থাকবেন অঙ্কিতার মনে। তাই অঙ্কিতা তাদের বিশেষ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই ছিল আমাদের জার্নি , পথে চলতে চলতে আবার দেখা হবে’। জীবনের অন্য কোন পাড়ে হয়তো সত্যিই একদিন এই ভাবেই দেখা হয়ে যাবে সুশান্ত এবং অঙ্কিতার, তাদের ভেঙে যাওয়া ভালোবাসার ঘর গড়ে উঠবে আবার। সুশান্তের স্মৃতি নিয়ে আজ ও তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। ভাইরাল হয় এই ভিডিও।

About Author