Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আত্মহত্যার ৩ দিন আগে সুশান্ত করেছিল এই কাজটি, জানাল মুম্বাই পুলিশ

Updated :  Thursday, June 18, 2020 9:03 PM

নিজের হাতেই শেষ করেছেন নিজের জীবন তবে তার আগে কর্মীদের দিয়ে গেছেন বকেয়া টাকা। জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত যিনি বান্দ্রার বাড়িতে গত ১৪ই জুন আত্মহত্যা করেছেন। তবে জানা গিয়েছে তার আগেই সমস্ত কর্মীদের বকেয়া টাকা দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদের এও বলেছিলেন যে আর কোনো অর্থ তিনি দিতে পারবেন না। এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

বর্তমান করোনা আবহে বেতন পেয়ে খুশি হয়েছিলেন সমস্ত কর্মীরা। অভিনেতাকে তারা বলেছিলেন, “আপনি আমাদের জন্য অনেক করেছেন, ভবিষ্যতে আমরা কিছু না কিছু করে নেবো।” প্রয়াত অভিনেতার আত্মহত্যার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সূত্র থেকে খবর, বৃহস্পতিবার তার বান্ধবী রিয়া চক্রবর্তী বান্দ্রা থানায় গিয়ে নিজের বয়ান দিয়েছেন। এছাড়া বুধবার বলিউডের কাস্টিং ডিরেক্টর এবং সুশান্তের ঘনিষ্ঠ মুকেশ ছাবড়ার বয়ানও রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুশান্ত বেশ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিলেন। তবে এর পেছনে কি কারণ রয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত তার পরিবারের সদস্যসহ মোট ১০ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যদিও তার বাবা কেকে সিং এর দাবী তারা কেউই জানতেন না যে, সুশান্ত হতাশাগ্রস্ত রয়েছে। এর আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছিলেন “পেশাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা” ই আত্মহত্যার কারণ কিনা সেই বিষয়েও নজর রাখবে মুম্বাই পুলিশ।