Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চমকের তিন সোমবার, অপেক্ষা চতুর্থের! কাল কি হতে চলেছে?

নিজস্ব সংবাদদাতা: ১৪২৬ এর শ্রাবণ মাস একের পর এক চমক নিয়ে এসেছে। বিশেষত, গত তিন সোমবার জুড়ে কেন্দ্র সরকারের বলিষ্ঠ ও চমকপ্রদ সিদ্ধান্ত ঘোষণার পর স্যোশাল নেটওয়ার্কের দুনিয়ায় উল্লসিত নেটিজেনরা।…

Avatar

নিজস্ব সংবাদদাতা: ১৪২৬ এর শ্রাবণ মাস একের পর এক চমক নিয়ে এসেছে। বিশেষত, গত তিন সোমবার জুড়ে কেন্দ্র সরকারের বলিষ্ঠ ও চমকপ্রদ সিদ্ধান্ত ঘোষণার পর স্যোশাল নেটওয়ার্কের দুনিয়ায় উল্লসিত নেটিজেনরা। ঘটনাবহুল চলতি শ্রাবণ মাসের পরপর তিনটি সোমবারে ভারতের ঐতিহাসিক সাফল্যের পর চতুর্থ সোমবার কী সিদ্ধান্ত নিতে চলেছে সেই নিয়ে জল্পনার শেষ নেই।

চমকের তিন সোমবার, অপেক্ষা চতুর্থের! কাল কি হতে চলেছে?
Image Source : facebook

এ মাসের প্রথম সোমবার চন্দ্রযান ২ -এর মহাকাশে সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে ভারত। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও এক সাহসী সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। বহুযুগ ধরে চলে আসা তাৎক্ষণিক তিন তালাক প্রথা রদ করে সমাজ সংস্কারের ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবং তার রেশ কাটতে না কাটতেই তৃতীয় সোমবার আবারও এক ঐতিহাসিক ঘোষণা। তবে এক্ষেত্রে আগাম প্রস্তুতি বেশ কয়েকদিন ধরেই নিচ্ছিল কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিগত কয়েক দিনের ঘটনা পরম্পরায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে কাশ্মীর উপত্যকায় বড় কিছু একটা ঘটতে চলেছে। এরপরই সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, বিলুপ্ত হল ৩৭০ ও ৩৫এ ধারা। জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে গঠিত হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর এই ঘটনাগুলিকে সামনে রেখেই নেট ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আগামী সোমবার অর্থাৎ মাসের চতুর্থ সোমবার কি তবে আবারও বড় কিছু একটা ঘোষণা অপেক্ষা করে রয়েছে ভারতবাসীর জন্য? এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

About Author