Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, গঠন করা হল বিশেষ কমিটি

নয়াদিল্লি: মুখ পুড়ল মোদি সরকারের (Modi Govt)। কৃষি আইন (Farm Law) নিয়ে বড়সড় ধাক্কা খেল শীর্ষ আদালতের কাছে। সোমবারই (Monday) কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল…

Avatar

নয়াদিল্লি: মুখ পুড়ল মোদি সরকারের (Modi Govt)। কৃষি আইন (Farm Law) নিয়ে বড়সড় ধাক্কা খেল শীর্ষ আদালতের কাছে। সোমবারই (Monday) কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। আপাতত কেন্দ্রকে কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর আজ, মঙ্গলবার (Tuesday) কৃষি আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেই কৃষকদের কথা শোনার জন্য বিশেষ কমিটি গঠনের কথা জানাল প্রধান বিচারপতির বেঞ্চ।

তিনটি কৃষি আইন স্থগিত রাখা হল সুপ্রিম কোর্টের তরফে। একইসঙ্গে চার সদস্যের কমিটি গঠন করা হল। ওই কমিটিতে আছেন, এইচএস মান, প্রমোদ কুমার যোশী, অশোক গুলাটি ও অনিল ধানওয়ান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবড়ে বলেন, ‘তিনটি কৃষি আইনের বৈধতা নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি মানুষের জীবন বাঁচানোরও দায় রয়েছে সর্বোচ্চ আদালতের।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই মানুষ ও সম্পত্তি রক্ষার জন্য কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা আমাদের হাতে রয়েছে।’ আর সেই কারণেই কৃষকরা যাতে তাঁদের মনের কথা খুলে বলতে পারে, তার জন্য বিশেষ কমিটি গঠন করা হতে পারে। কিন্তু কৃষকদের নাছোড় মনোভাবের সামনে কমিটি গঠন কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। উল্লেখ্য, সোমবারই কেন্দ্রের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘কেন কেন্দ্রের তরফে কৃষকদের আবেদনে কোনও সাড়া দেওয়া হচ্ছে না?

সরকারই তো ধরনার পরিবেশ তৈরি করেছে। এই আইনের প্রয়োগ রদ করা হলেই আমরা আলোচনার টেবিলে বসে কৃষকদের সমস্যার সমাধান খুঁজে বার করার নির্দেশ দেব৷ সরকার আইনের প্রয়োগ রদ করবে, নাকি আমরা স্থগিতাদেশ জারি করব?’ এবার মঙ্গলবার কৃষকদের স্বার্থে , তাঁদের কথা ভেবে এই কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

About Author