Categories: দেশনিউজ

নির্দিষ্ট সময় অনুযায়ীই হবে UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষা, জানালো সুপ্রিম কোর্ট

Advertisement

Advertisement

আপাতত স্থগিত হচ্ছেনা ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা, নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা হবে ৪ অক্টোবরই। বুধবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ইউপিএসসি-র প্রিলিম পরীক্ষা নেওয়ার কথা ছিল ৩১ মে। কিন্তু সারা দেশ জুড়ে চলা লকডাউনের কারণে তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়। সব মিলিয়ে পরীক্ষায় বসছেন ৬ লাখ পরীক্ষার্থী, সব মিলিয়ে দেশের ৭২ শহরে পরীক্ষা সিট পড়েছে।

Advertisement

ওই আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানওয়ালিকর ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রায় দেয়, “ইউপিএসসি-কে দেখতে হবে করোনা স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা”। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণের হার এই মুহূর্তে প্রায় ৬২ লক্ষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২,২৫,৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০,৪৭২ জন। এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,৪০,৪৪১ জন। সুস্থ হয়েছেন প্রায় ৫১,৮৭,৮২৬ জন। এই রোগে বিশ্বজুড়ে ১০ লক্ষেরও বেশি মানুষের জীবন হানি হয়েছে। অন্য দিকে করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি।

Advertisement

 

 

Recent Posts