রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার সপক্ষে সিবিআই এর কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

Advertisement

Advertisement

কলকাতা : সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছিলেন গত অক্টোবরের শুরুতে। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সিবিআই মামলা করে সুপ্রীম কোর্টে। গত সোমবার সুপ্রীম কোর্টে সেই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায় এবং শুক্রবারে হয়। এবার সুপ্রীম কোর্টও পাল্টা সিবিআই কে রাজীব কুমারকে গ্রেপ্তার করা ও হেফাজতে রাখা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাইলো।

Advertisement

সিবিআই এর হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সারদা মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ আছে, তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। কিন্তু প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে এই আবেদন খারিজ করে দেন। তিনি সিবিআই কে এর সপক্ষে প্রমান পেশ করতে বলেন। সিবিআই সুপ্রীম কোর্টকে এই বিষয়ে সন্তুষ্ট করতে পারলেই একমাত্র অনুমতি দেওয়া হবে বলে জানান প্রধান বিচারপতি। সিবিআই নতুন করে প্রস্তুতি নিচ্ছে সমস্ত প্ৰমাণ আদালতে পেশ করার।

Advertisement

Recent Posts