Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুপার সিঙ্গারের বাউল গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার ছেলে, মুগ্ধ অলকা-হিমেশ

গতসপ্তাহ থেকেই শুরু হয়েছে সুপার সিঙ্গারের নতুন সিজন। 'সুপার সিঙ্গার' প্রায় দু'বছর পর ছোটপর্দায় ফিরেছে। 'সুপার সিঙ্গার সিজন ২'তে রয়েছে ১৫ বছরের নীচের সমস্ত প্রতিযোগীরা। আর সেই তরুণ-তরুণীদের একেবারে তৈরি…

Avatar

গতসপ্তাহ থেকেই শুরু হয়েছে সুপার সিঙ্গারের নতুন সিজন। ‘সুপার সিঙ্গার’ প্রায় দু’বছর পর ছোটপর্দায় ফিরেছে। ‘সুপার সিঙ্গার সিজন ২’তে রয়েছে ১৫ বছরের নীচের সমস্ত প্রতিযোগীরা। আর সেই তরুণ-তরুণীদের একেবারে তৈরি করে নেবেন এই রিয়্যালিটি শোয়ের পাঁচ ক্যাপ্টেনরা। এই সিজনে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ ও সালমান আলি।

তবে সম্প্রতি গোটা সোশাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বাউল গান গেয়ে সুপার সিঙ্গারের মঞ্চ মাতাতে দেখা গিয়েছে প্রাঞ্জল বিশ্বাসকে। ক্যাপ্টেন সালমান আলির টিমেই রয়েছে এই তরুণ। বাংলার ছেলে সে। গানের সাথে প্রাঞ্জলের পরিচয়ের পিছনে রয়েছেন এক ফকিরবাবা। তার সাথে দেখা হওয়ার পর থেকেই বড় হয়ে ‘ফকির’ হওয়ার স্বপ্ন দেখে প্রাঞ্জল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গেছে, সাইকেল খুঁজতে খুঁজতে একবার এক ফকিরবাবার সাথে তার দেখা হয়েছিল। সেইসময় তিনিই তার হাতে একটি দোতারা তুলে দিয়েছিলেন। তারপর থেকেই সেটি তার সঙ্গী। সত্যিই প্রাঞ্জলের সঙ্গীতের সাথে পরিচয় হওয়ার গল্পটা মনমুগ্ধকর লেগেছে সকলের। গল্পটা সত্যিই একটু অন্যরকম, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

সম্প্রতি এই বাংলার ছেলের গান শুনে রীতিমত অবাক হচ্ছেন বড় বড় গায়েকিরাও। তার গান শুনে বাহবা দিয়েছেন এবছরের সুপার সিঙ্গারের বিচারকরাও। বিচারক আসনে রয়েছেন, অলকা ইয়াগ্নিক, হিমেশ রেশ্মিয়া ও জাভেদ আলি। এই মঞ্চে প্রাঞ্জলের গান শুনে সকলেই উঠে এসেছিলেন। ভবিষ্যতের জন্য তাদের প্রাণভরে আশীর্বাদ করেছেন তারা।

এই মুহূর্তে প্রাথমিক বাছাই পর্ব চলছে ‘সুপার সিঙ্গার সিজন ২’এর। এই পর্ব থেকে নির্বাচিত হয়ে যারা চলে যাবে পরের পর্বে, তাদের নিয়েই শুরু হবে সুপার সিঙ্গারের এই সিজনের জোরদার লড়াই। তবে শুরুতেই প্রাঞ্জলের কণ্ঠস্বর যে দর্শকদের মন কেড়েছে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।

About Author