সানি লিওনি মানেই একটা গরম গরম ব্যপার। নীলছবির তারকা এখন বলিউডের অভিনেত্রী। শুধু অভিনেত্রী নন একজন বিজনেস উদ্যক্তাও। নিজস্ব বিউটি আইটেমের কর্ণধার সানি লিওন নিজে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআনলক ৪ চালু হওয়ার পর থেকেই এই সুন্দরী বহুবার বেড়িয়ে পড়েছেন ঘুরতে সপরিবারে। কখনো তাঁকে দেখা গেছে চিড়িয়াখানায় বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে, কখনো দেখা গিয়েছে স্বামীর সঙ্গে সুইমিং পুলে রোম্যান্স করতে।
মাথায় হ্যাট, নীল সুইম স্যুট আর বাঁধা না মানা উত্তপ্ত ক্লিভেজ নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।
গ্রীষ্মের দুপুরকে অভিনেত্রী যে কত রকম ভাবে এনজয় করেন তাঁর প্রমাণ তিনি তাঁর ইন্সটাগ্রাম পোস্টে বরাবর দেন।
জল অভিনেত্রীর খুবই প্রিয়। তাই সপরিবারে জলেই আনন্দ করেন সানি।