Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sunday Astrology: ভাগ্য সূর্যের মতো জ্বলবে, সঠিক সময়ে এই প্রতিকারটি করুন, সুখ নিজে থেকে আসবে

Updated :  Sunday, May 21, 2023 1:33 PM

সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার জন্য উৎসর্গ করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবিবার দিনটিকে সূর্যের দিন হিসাবে মনে করা হয়। এদিন‌ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সঠিক নিয়ম অবলম্বন করলে কোনো নির্দিষ্ট ব্যক্তির কর্মজীবনে উন্নতি আসে, ভালো থাকে স্বাস্থ্য, অর্থ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নানা সমস্যা থেকেও মেলে মুক্তি। রবিবার যদি সব নিয়ম মেনে নিম্নোক্ত কাজগুলো করা যায় তবেই মিলবে ফল।

১) রবিবার যদি বাড়ির কোনো মেয়ের কাছ থেকে চাল পাওয়া যায় তাহলে, তা একটি কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিতে হবে। এতে অতিরিক্ত টেনশন ও নার্ভাসনেস কমে।

২) এদিন ভগবান শিবের মন্ত্র ১১ বার জব করুন প্রতিদিন। এতে সুখ বজায় থাকে নিজের জীবনসঙ্গীর জীবনে।

৩) যদি কোনো ব্যক্তির বাবা মা ও স্ত্রীয়ের মধ্যে বনিবনা না থাকে তবে তাদের প্রত্যেকের পোশাক থেকে একটি করে সুতো ছিঁড়ে তা মন্দিরে বাঁধুন। সাথে ঘি সহযোগে জ্বালান প্রদীপ। পাশাপাশি সমস্যা থেকে মুক্তি পেতে মন থেকে করুন প্রার্থনা।

৪) ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন সূর্য মন্ত্র ১০৮ বার জব করতে হবে।

৫) প্রতিদিন চান করে ওঠার পরে সূর্যদেবকে জল নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

৬) যদি কর্মক্ষেত্রে উন্নতি প্রয়োজন হয় কিংবা চাকরি নিয়ে চিন্তিত থাকেন তবে প্রতি রবিবার মন্দিরে মিষ্টি কিছু খাদ্যদ্রব্য প্রদান করা উচিৎ। তার পাশাপাশি মন থেকে প্রণাম করতে হবে সূর্যদেবকেও।

৭) জীবনে উন্নতির জন্য খয়ের গাছকে পুজো করা শুভ বলে মনে করা হয়। গাছ না থাকলে ঘরে এই গাছের ছবিও রাখতে পরেন।

৮) যদি তৃতীয় কোন ব্যক্তি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তবে প্রতি রবিবার সূর্যদেবকে লাল ফুল অর্পন করতে হবে।

৯) বিবাহিত জীবনে শান্তি আনতে প্রতি রবিবার মন্দিরে গুড়ের জিনিস প্রদান করা শুভ বলে মনে করা হয়। অবশ্য শুধু গুড়ও প্রদান করা যায়।