Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sukesh Chandrashekhar: চরম বিপদে শ্রদ্ধা শিল্পাকে সাহায্য করেন সুকেশ, ইডি-র জেরায় ফাঁস নতুন তথ্য

বলিউডে আরো এক দুর্নীতি উঠে এসেছে। ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে আপাতত রয়েছেন এই ব্যবসায়ী খবরের শিরোনামে। সুকেশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার…

Avatar

By

বলিউডে আরো এক দুর্নীতি উঠে এসেছে। ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে আপাতত রয়েছেন এই ব্যবসায়ী খবরের শিরোনামে। সুকেশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার পেজ থ্রিয়ের শিরোনামে উঠে আসছে সিংহলী কন্যা তথা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই প্রতারণা মামলায় যত তদন্ত হচ্ছে ততই একের পর এক নতুন তথ‍্য উঠে আসছে আমাদের সামনে। কোটি কোটি টাকা প্রতারণা মামলায় আপাতত শ্রীঘরে রয়েছেন ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর।

তদন্ত করে জানা গিয়েছে সুকেশ বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতার কথা। এই তালিকায় সবার শিরোনামে নাম রয়েছে জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহির। এবার এই প্রতারকের চেনা পরিচিতর তালিকা আরো একটু লম্বা হল এবং আর সেই সঙ্গে বিপদে পড়লেন আরো দুই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের কাছে সুকেশ দাবি করেছেন তিনি নাকি শ্রদ্ধা কাপুর ও শিল্পা শেট্টি কুন্দ্রাকে ভালোভাবে চেনেন এবং বিপদে পড়তে তাঁদের সাহায‍্যও করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছরের শেষের দিকে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক কাণ্ডে নাম উঠেছিল শ্রদ্ধা কাপুরের। যদিও এনসিবির ডাকা তলবে নিজের মাদক গ্রহণের কথা পুরোপুরি অস্বীকার করেছিলেন। সে সময়ে নাকি এনসিবির হাত থেকে বাঁচতে শ্রদ্ধাকে সাহায‍্যের হাত বাড়িয়েছিলেন সুকেশ। একই ভাবে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডে জামিনের জন‍্য শিল্পার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই জালিয়ার সুকেশ।

সম্প্রতি বিটাউনে শোনা যাচ্ছে,জ‍্যাকলিন ও সুকেশের এই প্রেম কাহিনি নিয়ে নতুন সিনেমা তৈরির জন‍্য নাকি কাড়াকাড়ি শুরু হয়েছে বলিউডের বিভিন্ন পরিচালক প্রযোজকদের। একটি নতুন ওয়েব সিরিজ বানানোর জন‍্য নাকি প্রতারক ও অভিনেত্রীর প্রেম কাহিনি একেবারে আদর্শ। ইতিমধ‍্যেই নাকি কয়েকটি ওটিটি প্ল‍্যাটফর্ম সিরিজ তৈরির ইচ্ছাও প্রকাশ করেছে। আপাতত শুধুমাত্র পরিকল্পনা চলছে এই কাহিনির উপরে ভিত্তি করে ছবি বানানো হবে নাকি ওয়েব সিরিজ। জ‍্যাকলিন ও সুকেশের চরিত্রের জন‍্য নাকি অভিনেতা অভিনেত্রীর জন্য সিনেমহলে খোঁজও শুরু হয়ে গিয়েছে। এই নতুন কাজ করতে কোন তারকারা সুযোগ পাবেন তা নিয়েই চলছে নানান জল্পনা।

সূত্র থেকে জানা গিয়েছ, নিজের এক সহকারীকে কোটি টাকার ঘুষ দিয়ে জ‍্যাকলিনকে তিহার জেলে ডেকে পাঠিয়েছিলেন সুকেশ। আপাতত সেই সহকারী পিঙ্কি ইরানি এখন ইডির হেফাজতে রয়েছেন। জ‍্যাকলিনকে ডেকে আনার জন‍্য সুকেশ নাকি নিজেকে অমিত শাহ বলে পরিচয় দিয়েছিলেন যাতে জ্যাকলিন তাঁর সাথে সহজে দেখা করতে আসেন।

About Author