Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুজাতাকে করা হতে পারে খুন, এমনটাই এইদিন আশঙ্কা করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ

Updated :  Monday, December 21, 2020 8:05 PM

খুন করা হতে পারে স্ত্রী সুজাতাকে। এমনটাই এইদিন বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা জানিয়েছে সৌমিত্র খাঁ। এর সাথেই এমন আশঙ্কা জানিয়েছেন সৌমিত্র। এইদিন তিনি বলেন,”মাননীয়া মুখ্যমন্ত্রী দয়া করে সুজাতাকে খুন করবেন না।” রাজ্য রাজনীতিকে অনেকটাই চমকে দিয়ে এইদিন সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা এক দিনই রাজ্য রাজনীতিকে এদিন সৌমিত্র অভিযোগ করেছেন, সুজাতা চেয়েছিলেন’ বিজেপির থেকে পদ। তা না পাওয়ায় এইদিন উচ্ছ্বাসের সাথে তৃণমূল তৃণমূলে যোগ দিয়েছেন সৌমিত্র পত্নী৷ সৌমিত্র খাঁ এর কথা অনুযায়ী, ডলি পদ পাওয়া নিয়েই শুরু হয়েছে সুজাতার সাথে মতভেদ। এই বিবাদ চলছিল বিগত তিনমাস ধরে।

এই দিন তিনি আরও অভিযোগ করেছেন শাসক শিবিরের বিরুদ্ধে। তার অভিযোগ, এই রাজনৈতিক উচ্চাশা কে কাজে লাগিয়ে সুজাতা কি ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই ভুল বোঝাবুঝির কারণে সুজাতা যে এমন করবেন এমনটা ভাবতে পারেননি সৌমিত্র খাঁ। যদি প্রেম পর্ব ধরা হয়, তবে সুজাতার সাথে সৌমিত্রের সম্পর্ক প্রায় 10 বছরের। সেই সম্পর্কের ইতি টেনেছে রাজনীতি। অন্যদিকে এই দিন সৌমিত্র দাবি করেছেন, তিনি আজও ভালোবাসেন সুজাতাকে। বৈঠক করতে গিয়ে কেঁদে ফেলেছেন সৌমিত্র।

স্ত্রীর জীবন নিয়েও আশঙ্কার কথা শোনা গিয়েছে তার মুখে। এদিন সৌমিত্র বলেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী দয়া করে সুজাতাকে খুন করে ফেলবেন না। আজ থেকে ওর সব দায়িত্ব আপনাদের। কোনও খারাপ কাজে লাগাবেন না ওকে। তবে তৃণমূলকে বলবো, একজন গৃহবধূর সংসার ভাঙ্গা ভালো নয়, লজ্জা করল না আপনাদের। ১০ বছর যে আমার সাথে সংসার করল, তাকেই আপনারা কেড়ে নিলেন। এই স্বপ্নটা এমন হবে ভাবিনি। ক্ষমতা থাকলে আমার লোকসভার অধীনে থাকা সাতটি বিধানসভা আসন জিতে দেখান।”