Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইপিএল ম্যাচ চলাকালীন ভাইরাল হল শাহরুখ-কন্যা সুহানা খানের ছবি, দেখুন

Updated :  Sunday, October 18, 2020 2:54 PM

এই মুহূর্তে গোটা দেশ মজে রয়েছে IPL 2020-তে। এইদিন ছিল কেকেআর-এর সাথে মুম্বই ইন্ডিয়ানস-এর খেলা। ভিআইপি বক্সে দুই সন্তান আরিয়ান ও সুহানাকে নিয়ে হাজির ছিলেন স্বয়ং শাহরুখ খান । কিন্তু এবার তাঁর খ্যাতির আলোর কিছুটা অংশ কেড়ে নিল তাঁর আদরের ‘সুহানি’। শুক্রবার রাতে ম্যাচ চলাকালীন সুহানার বিভিন্ন মুহূর্তের ছবি ও বিভিন্ন প্রতিক্রিয়ার ছবি ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেও সুহানাকে নিজের বাড়িতেই ফটোশুট করতে দেখা গিয়েছিল। সুহানার সেই ছবিগুলিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা সুহানার মিষ্টি সৌন্দর্যের প্রশংসা করেছিলেন।

শাহরুখ-কন্যা সুহানা বরাবর অন্যান্য স্টার—কিডদের থেকে আলাদা। তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। শাহরুখ খানও চান না,সুহানার স্বাভাবিক জীবন ব্যাহত হোক। কিন্তু কিছুদিন আগে সুহানার গায়ের রঙ নিয়ে তাঁকে রীতিমত ট্রোল করা হয়। এরপর সুহানা বিকিনি পরে ফটোশুট করে এই ট্রোলিং-এর যোগ্য জবাব দেন। সুহানা এই ফটোশুট -এর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তাকেও তুলে ধরেন। বিদেশে শ্যামলা রঙের মেয়েদের উপযুক্ত ফোটোজেনিক মডেল বলা হয়। সুহানার ছবিতে এই কনসেপ্টের ছোঁয়া পাওয়া যায়।

শৈশব থেকেই মা গৌরী খানের সঙ্গে IPL-এর মাঠে আসতেন সুহানা। কিন্তু তা নিয়ে কোনোদিন কোনো আড়ম্বর ছিল না সুহানা ও তাঁর পরিবারের। কিছু দিন আগে সুহানা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরে আসেন। ভবিষ্যতে তিনি অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য কাজ করতে চান,বলে জানিয়েছেন সুহানা।