Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুস্থ হয়ে উঠছেন শুভশ্রী, হোম আইসোলেশনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

করোনা আবারও ফিরে এসেছে চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন।…

Avatar

করোনা আবারও ফিরে এসেছে চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন‍্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।অপরদিকে ব্যারাকপুর নির্বাচন শেষ হতেই রাজ তড়িঘড়ি আরবানায় ফিরে ইউভানের দায়িত্ব নিয়েছেন। আপাতত রাজ ও তাঁর মা ইউভানের দেখাশোনা করছেন। শুভশ্রীর মা জানিয়েছেন, কোনো মায়ের পক্ষে তাঁর সন্তানকে ছেড়ে থাকা সম্ভব নয়। অপরদিকে শুভশ্রীর বোন দেবশ্রী (Debashree bhatia)- ও করোনায় আক্রান্ত। তিনি একটি রিয়েলিটি শোয়ে শুভশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রিয়েলিটি শো-টির বিচারক শুভশ্রী। আশঙ্কা করা হয়েছে ওই রিয়েলিটি শো থেকেই করোনায় সংক্রামিত হয়েছেন দুই বোন।তবে শুভশ্রী আগের থেকে আপাতত অনেকটাই ভালো আছেন। কিন্তু তাঁর শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। শুভশ্রীর হোম আইসোলেশনের সঙ্গী তাঁর পোষ‍্যরা। শুভশ্রী অনুরাগীদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। এমনকি তাঁর ফ্যানক্লাবের তরফেও একটি ছোট্ট ভিডিও শেয়ার করে শুভশ্রীর সুস্থতা কামনা করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বালিশের উপর উপুড় হয়ে আধশোয়া হয়ে রয়েছেন শুভশ্রী এবং তাঁর চোখে সুস্থ হয়ে ওঠার আশ্বাস। ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরাও শুভশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
About Author