Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘তোমায় ছেড়ে থাকতে হবে কখনো ভাবিনি’, ছেলের জন্য মন খারাপ মা শুভশ্রীর

Updated :  Thursday, April 22, 2021 10:42 AM

গত প্রায় এক মাস ধরে ভোটের প্রচার কাজ করছেন রাজ। মাঝে মাঝে ভোটের প্রচারে স্ত্রীকে পাশে পেয়েছেন রাজ। রাজের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন শুভশ্রী ইউভানকে ছেড়ে চলে গিয়েছিলেন ব্যরাকপুরে। এর মধ্যেই আবার বাংলা ফিল্মফেয়ার অ্যায়ার্ড অনুষ্ঠানে পরিণীতা সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন। সম্প্রতি ফের শ্যুটিং ফ্লোরে কামব্যক ও করছিলেন অভিনেত্রী। জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সে বিচারক হিসেবে ফের কাজে যোগদান করছিলেন অভিনেত্রী।

এর মধ্যেই শুভশ্রী করোনা আক্রান্ত হলেন। এদিকে আগামী ২২ এপ্রিল ব্যরাকপুরে রাজের ভাগ্যগণনার পরীক্ষা। কোভিড আক্রান্ত হওয়ার পর এই প্রথম ছেলেকে ছেড়ে ঘরবন্দী ছোট্ট একরত্তি। ছেলের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত হচ্ছে না মা বাবা কারোর। তাই ছেলেও অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে একটু আর সেই ছবি আজ সকালে রাজ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। ঠাকুমার কোলে বসে দিন কাটছে রাজ পুত্রের। কি আর করা যাবে।

ইউভানকে ছেড়ে ফ্ল্যাটের অন্য রুমে নিভৃতাবাসে রয়েছেন। করোনাতে না ছেলেকে ছেড়ে বেশি খারাপ আছেন অভিনেত্রী। কি করেই বা ভালো থাকবে। জন্মের পর যে ছেলের প্রতিটি মুহূর্তে পাশে ছিলেন শুভশ্রী। অভিনেত্রীর চোখের মনি ইউভান। একরত্তিকে দেখতে না পেয়ে আর পারছেনা তাই তো মনের দুঃখে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছোট একরত্তির একটি মিষ্টি ছবি শেয়ার করে নিজের দুঃখের কথা লিখলেন। শুভশ্রী লিখেছেন, “তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে তা কোনোদিন ভাবিনি”। এরপর অনুরাগীরা দুঃখ প্রকাশ করেন।৷ অভিনেত্রীর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।