কৌশিক পোল্ল্যে: মিষ্টি স্বরে যেন কোকিলাকন্ঠী এই বালিকা, তারসঙ্গে যোগ্য সঙ্গত করলেন তারই সহপাঠী বন্ধু। গানের সুরে সুরে সকলকে ভাসিয়ে নিয়ে গেলেন এক রোমান্টিক জগতে। সুর, তাল, ছন্দের কারুকার্যে এই গান যেন উপহারস্বরূপ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভাইরাল হল এই ভিডিও। যেখানে ‘অ্যায় দি হ্যায় মুশকিল’ সিনেমার সেই রোমান্টিক গান ‘আগার তুম সাথ হো’ গানটি গাইতে শোনা যাচ্ছে দুজন স্টুডেন্টকে। প্রথমে গানের মুখরা ধরে অত্যন্ত মধুর স্বরে গান শুরু করলেন এই বালিকা। তারপরই অরিজিৎ সিং এর পোরশনটিতে গলা দিলেন ওই ইনস্টিটিউশনেরই আর এক ছাত্র।
শেষে উভয়েই গলা মিলিয়ে সুন্দরভাবে গানের কলি শেষ করলেন। সোশালে এই ভিডিও আপলোড হতেই সুরের মূর্ছনায় ভাসলেন সকলে। গানের তারিফে খামতি রাখলেন না কেউই। অনেকের বক্তব্য, ‘রানু মন্ডলের বদলে এদের গান ভাইরাল হওয়া উচিৎ।’ পোস্টের ক্যাপশনেও এই একই কথা লেখা রয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থেকে বিভিন্ন পেজ থেকে গ্রুপে ঘুরছে এই ভিডিও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ব্যালে ড্যান্সে নেট দুনিয়ায় ঝড় তুললেন এই তরুনীরা, দেখুন সেই ভিডিও
আসল গানে কিংবদন্তী শিল্পী অলকা ইয়াগনিক ও অরিজিৎ সিং যতটা যত্নসহকারে গানটির নির্মান করেছেন নিজের ঈশ্বরপ্রদত্ত গলার স্বর দিয়ে, তেমনই এই পড়ুয়ারাও নিজগুনে এই গান সুসজ্জিতভাবে পরিবেশন করেছেন। তাই বলা যায়, এরাও কিছু কম যায়না। এখন নিশ্চই গানটি শোনার জন্য কৌতুহলবোধ করছেন? অবশ্যই শোনানো হবে। নীচে রইল ভিডিও, আপনারই জন্য।