Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এমন বিপজ্জনকভাবে পরোটা বানালেন এক ব্যক্তি, যেনো আতঙ্কিত হয়ে গেলেন ক্রেতারা, দেখুন ভাইরাল ভিডিও

অদ্ভুত খাবারের সংমিশ্রণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে। ম্যাঙ্গো পিজ্জা থেকে শুরু করে ভিন্ডি নুডলস এমনকি পনির এবং চকোলেট ধোসা, এমন অনেক খাবারের সংমিশ্রণ দুনিয়ায় রয়েছে যা আমাদের পক্ষে হজম…

Avatar

অদ্ভুত খাবারের সংমিশ্রণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে। ম্যাঙ্গো পিজ্জা থেকে শুরু করে ভিন্ডি নুডলস এমনকি পনির এবং চকোলেট ধোসা, এমন অনেক খাবারের সংমিশ্রণ দুনিয়ায় রয়েছে যা আমাদের পক্ষে হজম করা কঠিন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি খাবারের ভিডিওতে এর থেকেও চমকপ্রদ কিছু জিনিস দেখা গিয়েছে। এবার এক রাস্তার খাবার বিক্রেতাকে পরোটা তৈরি করতে দেখে মানুষ অবাক। পরোটা তো অনেকেই অনেক ভাবে খেয়েছেন, কিন্তু এই পরোটার মধ্যে কিছু বিশেষ রয়েছে, যার জন্য মানুষ এইভাবে অবাক হচ্ছেন। আপনি নিশ্চয়ই ভাবছেন কেন মানুষ পরোটা দেখে অবাক হচ্ছেন? কারণ, পরোটা বিক্রেতা যেভাবে পরোটা বানাচ্ছিলেন, সেভাবে পরোটা খেতে আপনার সাহস দরকার। আর এরকম পরোটা আপনি আগে কমই দেখেছেন।

ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী @officialsahihai। ক্লিপটিতে, একটি রাস্তার ধারের খাবার বিক্রেতাকে একটি প্যানের উপরে পরোটা ভাজতে দেখা যাচ্ছে। তারপর সে পরোটা রান্না করতে করতেই তাতে প্রচুর ঘি ঢেলে দেয়। আপনার মনে হবে, সেই পরোটা যেন ঘি-র সুইমিং পুলের মধ্যে ভাসছে। পোস্টের ক্যাপশনে লেখা, “সুইমিং পুল ওয়ালে দিলখুশ পরাঠাস।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওটি ৪ দিন আগে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এটি ৯ মিলিয়ন বার দেখা হয়েছে। শেয়ারে অনেক লাইক ও কমেন্টও রয়েছে। আপনিও দেখে নিন এই অদ্ভুত ভিডিওটি।

About Author