আমেরিকাঃ কয়েকদিন আগেই আমেরিকার উপকূলে আছড়ে পড়ে হাইসেন। তার আগে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ে ঝড় লরা। তার কদিন যেতে না যেতেই আমেরিকার উপকূলে ফের আসতে চলেছে আরেক হ্যারিকেন। ধেয়ে আসা ঝড়ের নাম সালি যার প্রভাব পড়তে পারে মেক্সিকো উপকূল এবং আমেরিকার উপকূল।
গভীর নিম্নচাপের মারণ রূপ নিয়ে সাগরে শক্তি সঞ্চয় করছে সালি, যা পরে বারমুডার স্থলভাগে গিয়ে আঘাত করবে বলে সূত্রের খবর। লরা ঝড়ের ফলে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। তার মধ্যে আবার নতুন করে আসা ঝড় কি দিন দেখাবে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত দেশের মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড়ের গতিবেগ কত থাকতে পারে তা এখনই বলা সম্ভব না কারণ তা এখনো নিম্নচাপ হিসাবেই অবস্থান করছে সমুদ্রে। এমনকি এই ঝড়ের পাশপাশি চলতে পারে ব্যপক বৃষ্টি। সোমবার পর্যন্ত সালি একটি মৌসুমী ঝড়ই থাকবে পরে এটি শক্তি বাড়িয়ে ফ্লোরিডা ও আলাবামা, মিসিসিপি, লিউসিনিয়ার উপকূল অংশে আছড়ে পড়তে পারে।