Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে বাড়তে পারে লকডাউনের মেয়াদ, সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার ২১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াতে চায়। সোমবার সকালে দেশের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর…

Avatar

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার ২১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়াতে চায়। সোমবার সকালে দেশের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের লকডাউন বাড়ানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে ২১ মে পর্যন্ত যেরকম চলছে, চলবে। রেড জোনে আরও কড়া হবে। অল্প ছাড় মিলবে অরেঞ্জ ও গ্রিন জোনে।

কেন্দ্রের পক্ষ থেকে সেভাবে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে রাজ্য সরকার ২১ মে পর্যন্ত বাড়াতে চায়। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আজ ও কাল আলোচনা করে, পরশু সিদ্ধান্তের কথা জানাবেন বলেছেন। রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে লকডাউন বাড়ানো একান্ত প্রয়োজন। একেবারে লকডাউন না তুলে দিয়ে ধীরে ধীরে তোলার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এমনকি মুখ্যমন্ত্রীও ধাপে ধাপে লকডাউন তোলার কথা বলেছেন বলে সূত্র মারফত জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছেন ,আমরা তো লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন কড়াকড়ি করতে, আবার বলছে দোকান খুলে দিতে হবে। দোকান খুললে ভিড় হবেই। মানুষকে কিভাবে আটকানো যাবে। এরফলে লকডাউন ব্যর্থ হবে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি সেভাবে কিছু বলতে পারেননি। চাপ করে বসে ছিলেন বলে তিনি জানিয়েছেন।

About Author