নিউজরাজ্য

হাওড়া স্টেশনের যাত্রী বিক্ষোভের পর লোকাল ট্রেন চালানো নিয়ে রেলকে চিঠি রাজ্যের

Advertisement
Advertisement

হাওড়া: গতকাল, শনিবার কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছিল হাওড়া স্টেশন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত-আট মাস ধরে চালু হয়নি লোকাল ট্রেন। এর জন্য নিত্য যাত্রীদের নাজেহালের শেষ নেই। যদিও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আর সেই স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা হাওড়া স্টেশন। আর যাত্রীদের এই বিক্ষোভের জেরে লোকাল ট্রেন চালাতে চেয়ে রেলকে বৈঠক করার জন্য চিঠি পাঠিয়ে প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব এইচকে দ্বিবেদী জানিয়েছেন কোভিড বিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালাতে চায় রাজ্য সরকার।

Advertisement

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘শুধুমাত্র রেলকর্মীদের জন্য ট্রেন চালাচ্ছেন আপনারা। এটা দুর্ভাগ্যজনক। সরকারি কর্মীরা ও বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে স্টেশনে বাহিনী ব্যবহার করা হয়েছে। তা নিন্দাজনক। শান্তিপূর্ণ ও সঠিকভাবে মেট্রো চালাতে সহযোগিতা করেছে রাজ্য সরকার। কোভিড বিধি মেনে বিশেষ ট্রেনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকাল ও দুপুরে লোকাল ট্রেন চালানো যেতে পারে। বিধি মেনে যাতে ট্রেন চালানো যায়, সে বিষয়টি আমরা বসে ঠিক করে নিতে পারি। তাহলে কি সত্যি এবার গোরাতে চলেছি লোকাল ট্রেনের চাকা? এর উত্তর দেবে সময়।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button